প্রিয় টুডে ব্লগ এবং ব্লগার!
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৫ ডিসেম্বর, ২০১৬, ১১:৪৩:২০ রাত
মিস করি আগের ব্লগ পাড়াকে। এখন কেমন যেন জিমিয়ে পরেছে। নেই আগের আমেজ, আড্ডা আর লিখার ভাণ্ডার। নেই অনেক ব্লগার। কেন এমন হলো?
চলুন না! আবার আমরা ফিরে যায় আগের আমেজে। আবার আমরা জমিয়ে তুলি আমাদের প্রিয় টুডে ব্লগকে। আমরা চাইলেই পারবো ইনশাআল্লাহ।
সব মান অভিমান ভুলে, সব দুঃখ কষ্ট দূরে সরিয়ে চলুন আমরা আবার এক হই। আবার মাতিয়ে তুলি এই সুন্দর ব্লগটাকে।
প্রিয় এই ব্লগটাকে আবার জাগিয়ে তুলতে আয়োজন করা যেতে পারে একটি প্রতিযোগীতার। মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি। আবার নিয়মিত স্টিকি পোস্ট চাই। আপ্নারাও একটু মন দিন এ ব্লগটায়।
ভালোবাসি এই ব্লগটাকে, ভালোবাসি ব্লগারদের। ভালোবাসা অবিরাম।
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন