♥♥♥ অপূর্ণ ভালোবাসা ♥♥♥

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৯ অক্টোবর, ২০১৬, ০২:৪১:১৭ দুপুর



তুমি আসবে বলে আসোনি

আমি অপেক্ষার প্রহর গুনেছি,

তুমি আসার জন্য

কতো প্রার্থনা করেছি।

জানো! তোমার জন্য

একটি লাল গোলাপ নিয়ে এসেছিলাম

তোমায় দিব বলে সেটা হাতে নিয়ে

অনেক্ষণ সেটার দিকে তাকিয়ে বসেছিলাম।

কিন্তু তুমি আসোনি

তাই বলতেও পারিনি তোমায় ভালোবাসি,

সেদিন রাতে খুব কেঁদেছিলাম

চোখগুলিকে নুনাজলে ভাসিয়েছিলাম।

সেই সতেজ গোলাপটা

আজ শুকিয়ে কালো হয়েগেছে,

তোমায় ভালোবাসতে না পারার বেদনা

আমাকে প্রতিরাত কাঁদাচ্ছে।

বিষয়: সাহিত্য

১৩৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379245
২৯ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:০১
নূর আল আমিন লিখেছেন : কবিতার ভক্ত হয়ে গেলাম
২৯ অক্টোবর ২০১৬ রাত ১০:১০
314065
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আজকাল ব্লগেও পাম মারস!
379250
২৯ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৫
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো ।
২৯ অক্টোবর ২০১৬ রাত ১০:১০
314066
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
379252
২৯ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো কবি সাহেব। ধন্যবাদ।
২৯ অক্টোবর ২০১৬ রাত ১০:১১
314067
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
381447
২৪ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:০৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:০৯
315795
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File