নির্বাচনী গল্প-২ -
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২০ এপ্রিল, ২০১৬, ১১:২৩:১১ সকাল
আবুলঃ- মদন! হুনছস ছক্কা মিয়া চেয়ারম্যানিতে দাঁড়াইছে।
মদনঃ- হ ব্যাটার টেকা আছে এরলাই খাড়াইছে।
তুর কিতা অইছে!
আবুলঃ- না কইলাম কারণ হে ব্যটায় সারাজীবন সন্ত্রাসি,ডাকাতি আর মানুষের ক্ষতি কইরা আইছে। এখন হে নির্বাচনে আইসা কি ভালা কিছু করবো?
মদনঃ- হালায় তুই আসলেই একটা আবুল।
এখন কি নির্বাচনে কুনু ভালা মানুষ আহেরে আবুইল্লা!! ভালা যারা আহে তাদের সংখ্যা খুবই কম। নাই বললেই চলে। তবুও যারা আছে তাদেরকে ছক্কা মিয়াদের ভিড়ে খঁজে পাওন মুশকিল। বুঝলি!
আবুলঃ- হ মদন, ঠিকই কইছোস।
এই ছক্কা মিয়ারাই সমাজকে নষ্ট করতে করতে সমাজটাকে নরদমা বানিয়ে ফেলছে।
মদনঃ- এই তো আবার ভুল করলি! দোষ শুধু ছক্কাদের না। দোষ তাদের পিছনে থাকা এলাকার (ঘুষখোর) মুরুব্বি নামক গডফাদারদের। যারা ছক্কাদের মদদে সর্বদা নিবেদিত।
আবুলঃ- হ মদনা, ঠিকই কইছোস।
অতঃপর আমার কথা, হ্যাঁ মদনার কথাই ঠিক। এখন সন্ত্রাস, ডাকাতরাই নির্বাচনে এসে তাদের অপরাধ গুলাকে ঢাকার ব্যর্থ চেষ্টা করে। আর মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে।
বিষয়: রাজনীতি
১১২৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন