♠♠♠ কাকা-কাকী ♠♠♠
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২০ জানুয়ারি, ২০১৬, ০২:৪২:৩৪ দুপুর
কাকা-কাকীর দল
লেগেছে যুদ্ধ,
ওদের কীর্তি দেখে
মোরা হই মুগ্ধ।
কাকা-কাকী হলেন
মোদের অমূল্য ধন,
তারা না থাকিলে দেশে
কেমনে পামু বিনোদন।
কাকা-কাকী মোদের
বুড়া-বুড়ি,
তবুও চেয়ার নিয়ে
করছে মারামারি।
কাকায় দেখেনা
কাকীর মুখ,
কাকী দেখেনা
কাকার মুখ,
তাহলে কেমনে পাবে তারা
রাজনীতিতে সুখ!
বিষয়: বিবিধ
২৩৮৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখনাকি বকাবকি
আমরা বিনোদন ঠিক ই পাই
কাকিরও হয়ত আছে কাকা৷
তাই তারা করে চলেছে নাটক,
আসলে এখন দু জনই হয়েছে ফাঁকা৷
মন্তব্য করতে লগইন করুন