আফসোস.............................।
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০২ আগস্ট, ২০১৫, ০৯:০৪:৩১ রাত
বড় আফসোস কইরা চুল লম্বা করছিলাম। মাগার রাখবার পারলাম না।
চুল লম্বা করার পর একেকজনের একেক মন্তব্যঃ-
আম্মুঃ- এসব কি রাখছছ? মাথায় জঙ্গল লাগাই রাখছছ ক্যান? পাগলদের মতো লাগে।
আপুঃ- ঐ! এই শয়তাইন্না ছুরত দরছছ কেনে? মাথা সাফ কর।
ভাইয়াঃ- কিরে ! তোর কি মাইয়া হইবার শখ জাগছে নাকি !!
ছোট বোনঃ- তোর চুলে তোকে গুন্ডাদের মতো লাগে।
রেজমিনাঃ- তুমি চুল ফালাবা নাকি আমি ফালাবো আমার মাথার চুল?
ছোট ভাইঃ- তোমারে দেখে ভয় করে। কাছে আসতে মন চায় না।
বন্ধুরাঃ- শালা তোরে এখন পাড়ার ক্যাডারদের মতো লাগে। যে কেউ ভয় পাইবো। ছাত্রলীগ করার চিন্তা-ধারা আছে নাকি?
এসব শুনেও সহ্য করছিলাম। চুল ফালাচ্ছিলাম না।
কিন্তু বিধির লিখন নাহি হয় খন্ডন করতেই হলো চুল কর্তন।
কারণ…
একদিন দূর সম্পর্কের এক আম্লীগ মামা বললো, ভাগিনা ! তোমাকে কিন্তু এ চুলে হেব্বি লাগে। জাক্কাস চুল রাখছো। সুপার।
হেতের কথা শুনিয়া আর সহ্য করিতে পারিাম না। অবশেষে বুঝিতে পারিলাম সত্যিই চুল রাখা ভূল হৈছে। কেননা আম্লীগের লোক সুন্দর বলিয়াছে তাই ইহা কখনো সুন্দর হতে পারেনা।
বিষয়: বিবিধ
১৪৬৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেল করে ফেলেন।
বেল করে ফেলেন ।
আমি কিছু জানি না সবুজ ভাইয়া যখন বলেছেন ১০০% সঠিক তাইলে সঠিক ই আছে ।
"আম্লীগের লোক সুন্দর বলিয়াছে তাই ইহা কখনো সুন্দর হতে পারেনা!"
১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০%সহমত
মন্তব্য করতে লগইন করুন