আমি মুসলিম
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৫ জুলাই, ২০১৫, ১২:২৬:৪৯ রাত
আমি মুসলিম
আমি দূর্জয়,
আমি তো সৈনিক
মানিনা কোন পরাজয়।
আমি মুসলিম
আমি সাহসী,
লড়বো আমি আমরণ
প্রয়োজনে গলায় লাগবে ফাঁসী।
যুগে যুগে এসেছে
কতো বীর,
রক্ষা করেছে ইসলাম
তাগুতের কপালে ছুড়ে তীর।
ইসলাম এ যমীনের সাথে
আছে মিশে,
মুসলিমরা কতো হয়েছে শহীদ
বহু রক্তে গেছে এ যমীন ভেসে
আমি মুসলিম
আমি বিপ্লবী,
আমি হবো বিন কাসিম
আমি হবোই জয়ী।
আমি মুসলিম
ইসলাম আমার অহংকার,
আমি বীর
নিয়েছি ইসলাম রক্ষার দ্বীপ্ত অঙ্গীকার। ✊✊✊
বিষয়: সাহিত্য
১৩৬২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন