ওরে মুসলমান !!!
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০২ মার্চ, ২০১৫, ০১:১৯:১৬ রাত
ওরে মুসলমান !
আর কতো থাকবে ঘুমিয়ে,
দেখছো না কি তুমি
ওরা তোমার ভাইকে মারছে দৌড়িয়ে।
দেখোনা কি তুমি !
চতুর্দিকে অপমানিত হচ্ছে মুসলমান
এসব দেখেও কি জাগে না
তোমার ভিতরে থাকা ঈমান?
দেখোনা কি তুমি
তোমার নবীকে করছে ওরা অপমান,
তবুও কি জাগবে না তুমি
তাড়াবে না আছে যতো নাস্তিক বেঈমান?
তুমি তো খালিদ বিন ওয়ালিদ
সুলতান আইয়ূবীদের উত্তরসূরী,
তাহলে তোমার ঈমানে কিভাবে
আঘাত করছে ওরা উপর্যুপূরী?
সময় এসেছে এবার
নিজের সাহসকে জাগাও,
রক্ষা করো ধর্মের সম্মান
সমস্ত শত্রুদের ভাগাও।
দেখিয়ে দাও ওদের
তুমি হলে বীরের জাতি,
ভয় করো না তুমি
তোমার ঈমানই হবে তোমার খুঁটি।
বজ্র কন্ঠে বলে উঠ
আল্লাহু আকবার,
চিৎকার করে বল ধর্মের তরে
শহীদ হবো বারবার।
বিষয়: বিবিধ
৯৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন