স্বাধীনতা …………!!!!

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৩৩:৩২ রাত



ঘৃণা করে ভাবতে

নিজেকে একজন বাঙ্গালী,

এমন স্বাধীনতার চেয়ে ভালো ছিল

হয়ে থাকা পাকিস্তানের কাঙ্গালী।

স্বাধীনতা আজ দেখা যাচ্ছে

পুড়ে যাওয়া মানুষের লাশে,

স্বাধীনতা মানে কেউ নেই

দেশের অসহায়দের পাশে।

স্বাধীনতার মানে ঘৃণ্য রাজনীতির শিকার

দেশের অসহায় জনগণ,

স্বাধীনতা মানে দেশের শাষক মনে করে

এদেশে নাই মুসলিমদের প্রয়োজন।

স্বাধীনতা মানে পাকিদের দাসত্ব মুক্ত হয়ে

হয়ে যাওয়া ইন্ডিয়ানদের দাস,

স্বাধীনতা মানে এসব বললে হবে জেল

কারণ মুক্ত মনে করে দিচ্ছি সত্য ফাস।

স্বাধীনতা নিয়ে এসব সত্য বললেই

হয়ে যাবে রাজাকার,

করে দিতে চাইবে ওরা করে দিতে

আমার অস্তিত্ব ছারখার।

বিষয়: বিবিধ

৮৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305663
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : স্বাধীনতা নিয়ে এসব সত্য বললেই
হয়ে যাবে রাজাকার,
করে দিতে চাইবে ওরা করে দিতে
আমার অস্তিত্ব ছারখার।

কথা সত্য
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৬
247339
ইশতিয়াক আহমেদ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
305674
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৪১
যা বলতে চাই লিখেছেন : স্বাধীনতা মানে তবে কি শুধু সরকার আর প্রশাসনের কর্তাব্যক্তিদের স্বাধীনতা!
স্বাধীনতা মানে তবে কি পাকিদের বদলে মেনে নেব
ভারতিয়দের অধীনতা?
না না না তা হতে পারে না।
না না না তা হতে দেব না।
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৭
247340
ইশতিয়াক আহমেদ লিখেছেন : না না না তা হতে দেব না। ইনশাললাহGood Luck Good Luck Good Luck
305695
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৫৪
শেখের পোলা লিখেছেন : আমরাতো ভারতীয়দেরই বংশ ধর৷ ওদের সাথে থাকায় আরাম বেশী বোধ হয়৷ পাকিদের কেন লুটু খেতে দেব, নিজেরা খাব আর চৌদ্দপুরুষের গুষ্টিকে খাওয়াব৷ এটিই স্বাধীনতা নামক অশ্বডিম্ব৷ এতেই মোরা আত্মহারা৷
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৮
247341
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হুম ঠিক বলেছেন Good Luck Good Luck Good Luck
305729
২৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:০৮
মামুন লিখেছেন : অনেক ভালো লাগা রইলো। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose
০১ মার্চ ২০১৫ রাত ০৯:১৬
248173
ইশতিয়াক আহমেদ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
305859
২৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:৪৫
কাহাফ লিখেছেন :
অধিকাংশ জনতার বিক্ষুব্ধ মনোভাবই প্রকাশ পেয়েছে কাব্যিক নান্দনিকতায়!
সহমত ও অনেক ধন্যবাদ!
০১ মার্চ ২০১৫ রাত ০৯:১৬
248174
ইশতিয়াক আহমেদ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File