স্বাধীনতা …………!!!!
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৩৩:৩২ রাত
ঘৃণা করে ভাবতে
নিজেকে একজন বাঙ্গালী,
এমন স্বাধীনতার চেয়ে ভালো ছিল
হয়ে থাকা পাকিস্তানের কাঙ্গালী।
স্বাধীনতা আজ দেখা যাচ্ছে
পুড়ে যাওয়া মানুষের লাশে,
স্বাধীনতা মানে কেউ নেই
দেশের অসহায়দের পাশে।
স্বাধীনতার মানে ঘৃণ্য রাজনীতির শিকার
দেশের অসহায় জনগণ,
স্বাধীনতা মানে দেশের শাষক মনে করে
এদেশে নাই মুসলিমদের প্রয়োজন।
স্বাধীনতা মানে পাকিদের দাসত্ব মুক্ত হয়ে
হয়ে যাওয়া ইন্ডিয়ানদের দাস,
স্বাধীনতা মানে এসব বললে হবে জেল
কারণ মুক্ত মনে করে দিচ্ছি সত্য ফাস।
স্বাধীনতা নিয়ে এসব সত্য বললেই
হয়ে যাবে রাজাকার,
করে দিতে চাইবে ওরা করে দিতে
আমার অস্তিত্ব ছারখার।
বিষয়: বিবিধ
৮৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয়ে যাবে রাজাকার,
করে দিতে চাইবে ওরা করে দিতে
আমার অস্তিত্ব ছারখার।
কথা সত্য
স্বাধীনতা মানে তবে কি পাকিদের বদলে মেনে নেব
ভারতিয়দের অধীনতা?
না না না তা হতে পারে না।
না না না তা হতে দেব না।
অধিকাংশ জনতার বিক্ষুব্ধ মনোভাবই প্রকাশ পেয়েছে কাব্যিক নান্দনিকতায়!
সহমত ও অনেক ধন্যবাদ!
মন্তব্য করতে লগইন করুন