মাগো মা ওগো মা Rose Rose Rose

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৪৫:৩২ রাত



মাগো মা ওগো মা

তুমি করে দিও ক্ষমা,

কতো কষ্ট দেই তোমায়

শান্তি পাবো না যদি না করো ক্ষমা।

অনেক বেশী ভালোবাসি তোমায়

নিজের চেয়েও,

কদর করতে পারিনি হয়তো

মা অমূল্য ধন পেয়েও।

জন্ম দেয়া থেকে শুরু করে

এখন পর্যন্ত কতো কষ্ট করছো তুমি,

তার ঋণ শুধ করতে পারবোনা

সারাজীবনে কোনভাবেই আমি।

তুমি আমার কাছে

খোদার দেয়া শ্রেষ্ট দান,

এতো ভালোবাস আমায়

যেন আমিই তোমার প্রাণ।

মাগো মা ওগো মা

তুমি কতো ঋণি

করেছ আমায়,

শুধ করতে পারবোনা এক কণাও

যদি নিজের চামড়া দিয়ে

জুতাও বানিয়ে দেই তোমায়।

মাগো মা ওগো মা

তুমি আমার জান,

তোমার জন্য তোমার ছেলে

যে কোন সময় দিবে তার প্রাণ,

খোদার কাছে চাই

কোন দিনও যেন হয়না তোমার অসম্মান,

দোয়া করো মা

সারজীবন যেন করতে পারি তোমায় সম্মান।

তুমি আমার আগে যেওনা মা

তোমায় ছাড়া আমি বাঁচবো না।

মাগো মা ওগো মা

তুমিই আমার প্রাণ,

মাগো মা ওগো মা

তুমিই আমার জান।



Love you মা, তোমায় নিয়ে লিখা তোমার ছেলের কবিতা।

বিষয়: সাহিত্য

২২৯৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303728
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:২২
245733
ইশতিয়াক আহমেদ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
303784
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:২৩
আফরা লিখেছেন : অনেক আবেগ দিয়ে মাকে নিয়ে লেখা অনেক ভাল হয়েছে নায়ক ভাইয়া । মায়ের প্রতি এই আবেগ ,ভালবাসা সারা জীবন যেন থাকে ভাইয়া আকাশে চাঁদ পেয়ে আবার যেন মাকে কষ্ট দিয়েন না নায়ক ভাইয়া ।
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৩
245742
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমার কাছে আমার মায়ের চেয়ে দামি আর কেউ নেই আর হবেও না। যতই আকাশের চাঁদ আসুক। দোয়া কইরেন। ধন্যবাদ
১০ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:২৭
245754
আফরা লিখেছেন : আকাশের চাঁদ পাওয়ার আগে সবাই একথা বলে । যখন চাঁদ পেয়ে যায় তখন আর একথা মনে থাকে না নায়ক ভাইয়া ।
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩১
245768
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমি সবার মতো নই। ছোট বেলা থেকেই নাকি সবার থেকে উল্টু, আমার সমবয়সি অন্য ১০টা ছেলের মতো নই। আর আমার উপর আমার বিশ্বাষ আছে কখনো খারাপ কিছু করবো না। আর মা-বাবাকে কষ্ট দেয়ার তো প্রশ্নই উঠে না । আমি আকাশের চাঁদ চাই না। চাই মা-বাবাকে, আমার সবকিছুর বিনিময়ে হলেও।
304735
১৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:৩৪
টিপু এসডি দেব লিখেছেন : দারুন লাগছে
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩০
247294
ইশতিয়াক আহমেদ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
305067
১৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২৫
আব্দুল গাফফার লিখেছেন : দিনে -দিনে নাবালক থেকে সাবালক হলাম মা বলে আমি নাকি আগের মতই আছি,আসলে আমি আগের মতই থাকতে চাই।মা তুমায় অনেক ভালবাসি । আপনার আমমুর জন্যও অনেক দোয়া রইলো।
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩১
247296
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হুমGood Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
340063
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৩১
টিপু এসডি দেব লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File