মাগো মা ওগো মা
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৪৫:৩২ রাত
মাগো মা ওগো মা
তুমি করে দিও ক্ষমা,
কতো কষ্ট দেই তোমায়
শান্তি পাবো না যদি না করো ক্ষমা।
অনেক বেশী ভালোবাসি তোমায়
নিজের চেয়েও,
কদর করতে পারিনি হয়তো
মা অমূল্য ধন পেয়েও।
জন্ম দেয়া থেকে শুরু করে
এখন পর্যন্ত কতো কষ্ট করছো তুমি,
তার ঋণ শুধ করতে পারবোনা
সারাজীবনে কোনভাবেই আমি।
তুমি আমার কাছে
খোদার দেয়া শ্রেষ্ট দান,
এতো ভালোবাস আমায়
যেন আমিই তোমার প্রাণ।
মাগো মা ওগো মা
তুমি কতো ঋণি
করেছ আমায়,
শুধ করতে পারবোনা এক কণাও
যদি নিজের চামড়া দিয়ে
জুতাও বানিয়ে দেই তোমায়।
মাগো মা ওগো মা
তুমি আমার জান,
তোমার জন্য তোমার ছেলে
যে কোন সময় দিবে তার প্রাণ,
খোদার কাছে চাই
কোন দিনও যেন হয়না তোমার অসম্মান,
দোয়া করো মা
সারজীবন যেন করতে পারি তোমায় সম্মান।
তুমি আমার আগে যেওনা মা
তোমায় ছাড়া আমি বাঁচবো না।
মাগো মা ওগো মা
তুমিই আমার প্রাণ,
মাগো মা ওগো মা
তুমিই আমার জান।
Love you মা, তোমায় নিয়ে লিখা তোমার ছেলের কবিতা।
বিষয়: সাহিত্য
২২৯৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন