শান্তি শান্তি শান্তি
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১২ জানুয়ারি, ২০১৫, ১১:০২:৫৯ রাত
জ্বলে পুড়ে খাক হলো যে
আজকে দুনিয়া
শান্তি তুমি ডানা মেলে
জুড়াও ব্যকুল হিয়া।
ঙানী গুণী রুদ্ধ শ্বাসে
শূণ্য সকাল পোত
প্রভুর দয়া নিয়ে নামো
শান্তির কপোত।
শান্তি শান্তি খোঁজে শান্তি
জগৎবাসী সব
খোদার রহম না হলে গো
ফাঁকা বুলি সব।
বিষয়: সাহিত্য
৮৩৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শান্তির খুজে যতই দিক-বেদিক ছুটাছুটি করা হোক না কেন,ঐশী নির্দেশনায় না এলে শান্তির নাগাল পাওয়া যাবে না!!
মন্তব্য করতে লগইন করুন