এ যামানার সবচেয়ে বড় একটি ফিৎনা......
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৩ জানুয়ারি, ২০১৫, ০৮:২৫:৩২ রাত
ছবিগুলা দেখুন আগে।
কি ভাবছেন? লাল নীল বাতি দিয়ে সাজানো কোন বিয়ে বাড়ী বা কোন সিনেমা হল ?
আরে নাহ, এটা ভন্ড বিদাতিদের মসজিদ। যারা মিলাদুন্নবীর নাম করে ইসলাম ও মুসলমানদের হেয়,প্রতিপন্ন করে যাচ্ছে।
মসজিদ হল আল্লাহর ঘর । আর সে মসজিদকে দুনিয়ার বাজে একটা রুপে সাজানোর কোন মানে হয়!! এমন রুপে সাজানো হয়েছে যে, হঠাৎ করে কেউ দেখলে এটাকে মসজিদ বলে মনেই করবেনা।
আমি তো বলবো, বিধর্মী, আলীগের চেয়ে এরা ইসলামের ভয়ানক দুশমন। যারা ইসলামের প্রকৃত রুপটাকে বদলে ফেলতে চাচ্ছে। তার জায়গায় আনতে চাচ্ছে নিজেদের রচিত ইসলামকে।
কোরআন হাদীসের কোথায় আছে ঈদে মীলাদুন্নবীর কথা? কোথায় আছে সব ঈদের বড় ঈদ, ঈদে মীলাদুন্নবী?
মীলাদুন্নবী ছাড়াও তাদের আরো অনেক ভন্ডামী আছে যা বলে শেষ করা যাবে না।
ওরা নিজেদের সুন্নী দাবী করে!!
কিন্তু কোন সুন্নত কি ওদের কাছে আছে?
যা আছে সব ভন্ডামী আর ফিৎনা।
আজ মাগরীবের পর বাহির থেকে বাসায় ফিরছিলাম। তো হঠাৎ করে একটা মাইকের আওয়াজ কানে আসলো। প্রথম একটা শব্দই বুঝলাম যে , আগমণ।
আগমণ শব্দটা শুনে কান খাড়া করে বুঝার চেস্টা করলাম কার আগমণ।
ওমা একি ! ওরা মাইকে চিল্লাচ্ছে , নবীজির আগমণ, শুভেচ্ছা স্বাগতম। শুনার সাথে সাথে আমার মুখ থেকে নাউযুবিল্লাহ শব্দটা বের হয়ে আসলো।
ওদের মাহফিলে নবীজি (সঃ) !! নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ।
এবার বলেন তো , ওদের কি ঈমান আছে?
ওরা যদি নবীজিকে দেখে থাকে তাহলে তো সাহাবী হওয়ার কথা। হ্যাঁ যদি আবু জাহেলদের মতো বেঈমান হয়ে দেখে থাকে তাহলে সাহাবী হতে পারবেনা। তাহলে ওদের কথায়ই তো ওরা বেঈমান।
না জানি কোনদিন আবার নিজেদের সাহাবী বলেও দাবী করে। (নাউযুবিল্লাহ)
পরিশেষে একটা কথাই বলছি, ওদের প্রতিহত করা আপনার আমার ঈমানী দায়িত্ব। সবার আগে এদের প্রতিহত করতে হবে কেননা ওরা ভিতরের শত্রু।
আল্লাহ আমাদের সবাইকে ফিৎনা থেকে বাঁচিয়ে রাখুন। আমীন
বিষয়: বিবিধ
১৮৩৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোথায় পেয়েছে তারা, পতাকা নাচিয়ে , লাফালাফি করে নবী প্রেম প্রকাশ করার কথা?
তাদেরকে কি মুসলমান বলা যায়?
আসলে তারা ইসলামের বিরুদ্ধেই দাড়িয়েছে।
আল্লাহ আমাদের সবাইকে ফিৎনা থেকে বাঁচিয়ে রাখুন। আমীন ।
এই সব ভন্ড-বদমাইশ-স্বার্থপর বেদাতীরা সাধারণ মানুষকে দ্বীনের ছদ্মাবরণে গোমরাহীর চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে!
এদের কে সামগ্রিক ভাবে প্রতিরোধ করতে হবে নিজ অবস্হান থেকেই!!
নবীজীর বেঁচে থাকার সময় উনার ঘনিষ্টজন সাহাবারা কি এটা পালন করেছিলেন বা নবীজী এটা পালনের কোন নির্দেশ দিয়ে গেছেন ?
মন্তব্য করতে লগইন করুন