কবি তুমি
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৯ নভেম্বর, ২০১৪, ০৯:৫৭:১২ সকাল
কবি তুমি যখন তখন কাগজ কলম নিয়ে ,
লিখছ তুমি ছন্দ-ছড়া অন্তমিল দিয়ে।
কবি তুমি মনের বাগে ফুটাও ফুলের কলি,
ভাবও তুমি সবার সাথে এক হয়ে পথ চলি।
কবি তুমি নদীর বুকে ভাসিয়ে প্রেমের তরী,
দিবেই তুমি সাত সমুদ্র এক নিমিষেই পাড়ি।
কবি তুমি সকাল-বিকাল লিখ দেশের দৃশ্য,
থাক তুমি সবার হয়ে এ ভবে যারা নিঃস্ব।
কবি তুমি রাতের গভীরে সাজিয়ে ভাষায় ছন্দ,
ভাব তুমি হর-হামেশা বিলাবে হাসি অানন্দ।
কবি তুমি অাকাশের দিকে তাকিয়ে ছড়া কবিতা,
লিখ তুমি মনের মতন হৃদয়ে যা গাঁথা।
কবি তুমি সত্যের উপর থেক সদা অবিচল,
হও তুমি সাহসী লেখক স্থির করে মনোবল।
কবি তুমি মহান রবের বিধি বিধান পালনে ,
গড়ো তুমি কুরঅানী রাজ বিশ্ব-জাতীয় জীবনে।
বিষয়: সাহিত্য
১৩৬৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'কবি'র
সুন্দর ভাবনাতে আমরা জানাই অভিমত!
আদর্শ সমাজ বিনির্মানে হবো সবাই একমত!
তুমি তো নও কবি
কবিতা হল
মনের প্রতিচ্ছবি।
মন্তব্য করতে লগইন করুন