বরফের ব্যবসা
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৮ নভেম্বর, ২০১৪, ০৬:৪১:১০ সন্ধ্যা
এক গোয়ালা অনেকদিন যাবত দুধ বিক্রি করে জীবন যাপন করছিল। হঠাৎ একদিন তার ধনী হবার বড় সাধ জাগল। সে চিন্তা করতে লাগল কিভাবে ধনী হওয়া যায়। ভাবনার শেষে স্থির করলো- সে ব্যবসা করবে।
যাক, একদিন গোয়ালিণীর কাছে ব্যবসার কথা প্রকাশ করল। গোয়ালিণী জিঙ্গাস করল- কিসের ব্যবসা করবে? গোয়ালা জবাব দিল- বলা যাবে না। গোয়ালিণী বলল, অাপনি তো অামার কাছে কোন কথা গোপন করেন না। বলুন না কিসের ব্যবসা করবেন? সে বলল, ব্যবসার সব কথা সবার কাছে বলা যায় না।
এরপর গোয়ালা তার সমস্ত গরু বিক্রি করে ব্যবসার উদ্দেশ্যে শহরে পাড়ি জমাল। তখন ছিল শিতকাল। সমস্ত শহর ঘুরে ফিরে দেখল- বরফ সবচেয়ে সস্তা। তখন গোয়ালা চিন্তা করলো- এই বরফ যদি গুদামজাত করে রাখা যায়, তাহলে অনেক লাভবান হওয়া যাবে। তার সাথে ধনী হওয়ার সাধটাও মিটবে।
যেই ভাবা সেই কাজ। গোয়ালা একটি গুদাম ভাড়া করল। এরপর বরফ কিনে গুদাম ভর্তি করে রেখে দিল।
শীত ও বসন্ত পার হয়ে অাসল গ্রীষ্ম। অত্যন্ত গরমে চারদিকে হাহাকার পড়ে গেল। পানিরও অভাব দেখা দিল। বরফের দাম বেড়ে গেল । এখন গোয়ালার মন খুশীতে অাটখানা। সে মনে মনে ভাবল- এই গরমে যদি বরফগুলী বাজারজাত করা যায়, তাহলে বেশ লাভবান হওয়া যাবে।
এরপরের দিন গোয়ালা ধনী হবার এক বুক অাশা নিয়ে শহরে গেল। ব্যবসায়ী পার্টি নিয়ে গুদামের নিকট গেল। যখন গুদামের দরজা খোলা হল, তখন গোয়ালা দেখল- সেখানে কোন বরফের নাম-নিশানাও নেই। শুধু খালি গদুদাম পড়ে অাছে।
কিংকর্তব্যবিমূঢ় হয়ে সে চোর চোর বলে অার্তনাদ করতে লাগল। ফলে চারদিক থেকে অনেক লোক জড়ো হল। লোকেরা তাকে অার্তনাদের কারণ জিঙ্গাস করলে সে বলল- অামি অনেক অাগে বরফ কিনে এই গুদামে রেখেছিলাম, সেগুলো চোরে নিয়ে গেছে। লোকেরা একথা শুনে হাসিতে ফেটে পড়ল এবং বোকামীর জন্য গোয়ালাকে ভৎর্সনা করতে লাগল।
বিষয়: সাহিত্য
১৫৩৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ভাই বরফ কিন্তু সত্যিই সংরক্ষন করা যায় আধুনিক টেকনলজি ছাড়া। উনিশ শতকে উপমহাদেশে আমেরিকা থেকে বরফ আমদানি হতো।
সুন্দর শিক্ষণীয় নান্দনিক উপস্হাপনা!
সঠিক ভাবে কোন বিষয় সম্পর্কে ধারণা না নিয়ে সিদ্ধান্ত নেয়া উচিৎ নয়!
মন্তব্য করতে লগইন করুন