রুপক গল্প (পর্ব-১)
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৪ নভেম্বর, ২০১৪, ০৮:১৯:৩৪ রাত
ভাগ্যের তোড়ে-বুদ্ধির জোরে
একদেশে ছিল এক রাজা। রাজার ছিল ৫টি মেয়ে। তার কোন ছেলে ছিল না। তাই তাঁর মনে ছিল অনেক দুঃখ।
শেষে রাজা চিন্তা করলেন- যদি মেয়েরা-ই উপযুক্ত সন্তান হয়ে গড়ে ওঠে, তাহলে ছেলে না হলে ক্ষতি কি?
তাই মেয়েদের উপযুক্ততা দেখার জন্য রাজা মেয়েদেরকে বললেন- যে বন থেকে ১টি বাঘ ধরে অানতে পারবে , তাকে অামি রাজত্ব দান করবো।
তখন রাজার কন্যারা সকলে দুশ্চিন্তায় পড়ে গেল যে, বাঘ ধরবে কিভাবে? কিন্তু রাজার কথা না মানলে ভয়ঙ্কর শাস্তি হতে পারে। তবুও বাঘের ভয়ে কেউ অাগালো না।
পরিশেষে ছোট মেয়ে ভাবলো- মরি বা বাঁচি- বাবার হুকুম তো পালন করতে হবে। তাছাড়া ভাগ্যের লিখন ছাড়া মৃত্যু হতে পারে না। তাই সে বলল, বাবা! অামি পারবো। রাজা বললেন অানো দেখি, দেখবো- তুমি কেমন সাহসী।
মেয়েটি রওয়ানা হল। বিকালে বনে গিয়ে পৌছল। সেখানে দেখল- অনেক বাঘ এদিক-ওদিক অানাগোনা করছে। তখন সে খুব ভয় পেয়ে গেল। ভয়ের চোটে একটি গাছে উঠে অাশ্রয় নিল।
ঘটনাক্রমে সে সময় একটি বাঘ গাছের নীচে গেল। তখন মেয়েটি অাতঙ্কগ্রস্থ হয়ে স্বীয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং গাছ থেকে পড়ে গেল।
কিন্তু পড়ল তো পড়ল , একেবারে বাঘের পিঠে। তখন বাঘটি ঘটনার অাকস্মিকতায় কিছু বুঝে উঠতে না পেরে ভয়ে দিল দৌড়। এক দৌড়ে বাঘটি গিয়ে একটি ঘরে অাশ্রয় নিল।
তখন মেয়েটি বুদ্ধি করে তড়িৎ সে ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দিল এবং রাজদরবারে এসে রাজাকে বলল- অামি বন থেকে বাঘ নিয়ে এসেছি। ওই ঘরে রাখা অাছে। এই বলে সে উক্ত ঘরটি দেখালো।
সেই ঘরে সত্যিই বাঘ দেখে রাজা তো অবাক ! তাড়াতাড়ি রাজা প্রহরীদের বললেন বাঘটিকে খাঁচায় রাখার জন্য। অার রাজা খুশী হয়ে মেয়েকে রাজত্ব দান করলেন। ছোট মেয়ে রাজ সিংহাসনে বসে সুখে জীবন কাটাতে লাগল।
বিষয়: সাহিত্য
১৪৭০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ মেয়েটি গিয়েছিল একা । সে কি ঘরসহ বাঘ টিকে একা আলগিয়ে নিয়ে এসেছে রাজ দরবারে , রাজার সামনে ?
আর একটু বেশী বাড়িয়ে বললে ব্লগাররা খেত ভাল । মানে একটা না ১০ টা বাঘকে সে একা পিটিয়ে আধ মরা করে নিয়ে এসেছিল । আর অনেক বাঘ বন থেকেই ভয়ে পালিয়ে গিয়েছিল। ,
দেখেন কি হাল করতেছে একটার
মন্তব্য করতে লগইন করুন