মা! মাগো !!

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৯ নভেম্বর, ২০১৪, ১০:২১:৩৪ রাত



মা! মাগো,তুমি যাও

জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার দেখা হবে মা!

চেয়ে দেখ তোমার ছোট মেয়ে তোমাকে হারিয়ে একটুও কাদঁছে না।

হ্যাঁ মা কাদঁবনা।কেন জানো? সেই চার বছর বয়সে যখন বাবাকে হারিয়েছিলাম তখন ও আমি কাদিঁনি,বাবার চিরতরে চলে যাওয়া বুঝিনি বলে।

সেইযে তখন থেকে দেখেছি,সাতটি বাচ্চাকে কি সংগ্রাস করেইনা তুমি তাদের প্রতিষ্টিত করেছ!তাদের আজ কেউ ডাক্তার দুইজন ইন্জিনিয়ার প্রত্যেকে স্বমহিমায় উজ্জল শুধু তোমারই সীমাহীন আত্নত্যাগের বিনিময়ে।

শুধু কি তাই!তোমাকে দেখেছি ইসলামী আন্দোনে কি করে তাদের উৎসাহ দিতে! তোমাকে দেখেছি মৌলিক মানবীয় সুকুমার গুণগুলি নিজ সন্তানের মাঝে প্রস্পুটিত করতে!তোমার সংগ্রামী জীবনের আমিও যে একজন ক্ষুদ্র স্বাক্ষী ছিলাম মা!

মাগো তোমার তুলনা তুমি নিজে।

কিন্তু মা! সেই ছোটবেলা থেকে তোমাকে তেমন হাসতে দেখিনি।

কিন্তু মা, আমি আজ কি দেখলাম!আমি যে নিজের চোখকে বিস্বাস করতে পারছিনা! যে মায়ের মুখে সারাজীবন কোন হাসি দেখিনি,সেই মায়ের মুখে চিরবিদায়ের বেলায় এমন স্বর্গীয় হাসিকোথা থেকে এলো!! কি অপরুপ লাগছে তোমায়! তোমার নুরানী চেহারার সেই স্বর্গীয় হাসি আমি সারাজীবনের জন্য আমার হৃদয়ের ফ্রেমে বন্দী করে রেখেছি।তাই আমি আজ কাদঁবনা, তুমি যাও মা, তোমার প্রভুর সান্নিধ্যে,যিনি তোমাকে সেইভাবে দেখবেন যেভাবে তুমি লালনপালন করেছিলে।

হ্যাঁ, আমারি মা,আমারি সুখের ঠিকানা! মাকে আজ থেকে বিশ বছর আগে বিদায় দিয়েছিলাম।একটুও কাদিঁনি। কারন আমি জেনেছিলাম মৃতের জন্য কাদঁলে তার কষ্ট হয়।কিন্তু সবাই কাদঁছে। চারিদিকে কত মানুষ! তাই আমি মুখে নেকাব দিয়ে আছি।হঠাৎ একজন বল্ল কেমন মেয়ে চোখে একফোঁটা পানি নেই! আবার মুখে নেকাব দিয়ে রেখেছে!

আমি বললাম,মা হারিয়েছি বলে তো আমার পর্দা হারায়নি!

আমার মনের খবর ামার আল্লাহই ভালো জানেন।

হ্যাঁ সেদিন বুঝেছিলাম মৃত্যু মানে কি!মা হারানো মানে কি! এতটাই বুঝেছিলাম যে সে বেদনা আমার ব্রেন সহ্য করতে পারলনা। মানুষিক ভারসাম্য হারিয়ে ফেললাম। দুটি বছর জীবন থেকে হারিয়ে গেল।থেমে গেল শিক্ষা জীবন!

তারপর!হ্যাঁ , আমার ছোট ভাইয়া হয়ে গেল আমার পৃথিবী! ামার বেচেঁ থাকার অবলম্বন।সবার স্নেহ ভালোবাসায় আবার স্বাভাবিক জীবনে ফিরে যেদিন বিশ্ববিদ্বালয়ের শিক্ষা জীবন শেষ করলাম সেদিন আমার মায়ের সেই জান্নাতি হাসি আমাকে প্রেরণা যোগালো।রাতে স্বপ্নে দেখলাম আমার মা সবুজ শাড়ী,গাভর্তি গয়না পড়ে অপরুপ সুন্দর এক বাগানে ঘুরে বেড়াচ্ছে!

!!

পোস্টটি শ্রদ্ধেয় বড় বোন রাবেয়া বেগম লাকী আপুর ফেসবুক ওয়াল থেকে নেয়া। লিখাটি ভালো লাগলো তাই আপু অনুমতি নিয়ে পোস্ট করলাম।

বিষয়: সাহিত্য

১১৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285971
১৯ নভেম্বর ২০১৪ রাত ১০:২২
সুশীল লিখেছেন : ভালো লাগলো পিলাচ
১৯ নভেম্বর ২০১৪ রাত ১০:৩৮
229375
ইশতিয়াক আহমেদ লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
285983
১৯ নভেম্বর ২০১৪ রাত ১০:৫০
ফেরারী মন লিখেছেন : এত আবেগী কথা লিখবেন না প্লিজ। আমি ঠিক থাকতে পারি না। Sad Sad Sad
১৯ নভেম্বর ২০১৪ রাত ১০:৫২
229401
ইশতিয়াক আহমেদ লিখেছেন : কেন ভাই, অাপনার মা নেই বুঝি?
Worried Worried
১৯ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৭
229405
ফেরারী মন লিখেছেন : না আল্লাহর রহমতে সবাই বেঁচে আছেন। কিন্তু তারপরও মা'র কথা পড়লে বা শুনে আবেগে থাকতে পারি না। Sad
১৯ নভেম্বর ২০১৪ রাত ১১:০৬
229409
ইশতিয়াক আহমেদ লিখেছেন : শুনে খুশি হলাম। অাল্লাহ সবার লম্বা নেক হায়াত দান করুন।
285986
১৯ নভেম্বর ২০১৪ রাত ১১:০২
আফরা লিখেছেন : ধন্যবাদ শেয়ার করার জন্য ।
১৯ নভেম্বর ২০১৪ রাত ১১:০৭
229410
ইশতিয়াক আহমেদ লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য আপনাকে ও ধন্যবাদ Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File