আমাদের স্বাধীনতা-আমার ভাবনা

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ১০:১৯:০৭ সকাল

মৌলিক অধিকার প্রাপ্তির নিশ্চয়তার নাম হল স্বাধীনতা। লাখো শহীদের রক্তে অর্জিত আমাদের স্বাধীনতার চার দশকেরও বেশী সময় পেরিয়ে গেলেও আজও আমরা পাইনি প্রকৃত স্বাধীনতার স্বাদ।

স্বাধীনতা মানে হল বাধাহীনভাবে চলতে পারা , বলতে পারা,লিখতে পারা,মত প্রকাশের সুযোগ পাওয়া ও মৌলিক সব অধিকারগুলোর সুবিধা ভোগ করতে পারা। কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে চলতে পারিনা। বাধাহীনভাবে বলতে পারিনা। স্বাধীন হয়ে লিখতে পারিনা।

পাক গোলামীর জিন্জির ভেঙ্গে আমরা পেয়েছি স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে স্থান লাভ করে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।

লাখো শহীদের রক্ত ও হাজারো মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, লাল সবুজের পতাকা। কিন্তু স্বাধীনতার ৪৩ বছর পরও কি আমরা পেয়েছি প্রকৃত স্বাধীনতা?

আমরা তো চেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। যার ওপর থাকবে না কারো কর্তৃত্ব। একে অন্যের উপর করবে না কোন অত্যাচার। পরস্পরের মাঝে ঘটবে না কোনো রক্তপাত। দেশে হবে না খুন, হত্যা,গুম , ধর্ষণ। কিন্তু এসব আজ অহরহ ঘটছে। তাহলে আমরা ৯ মাস যুদ্ধ করে কি পেলাম?

স্বাধীনতার অর্থ তো এটা নয় যে, কেউ সুরম্য অট্টালিকায় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ঘুমাবে আর কেউ অনাহারে বিবস্ত্র হয়ে বাসস্থানের অভাবে ফুটপাতে মানবেতর জীবন কাটাবে ! মুষ্টিমেয় সুবিধাভোগী কিছু লোকের সুখ ও ঐশ্বর্যকে কোন দেশ বা জাতির স্বাধীনতা বলা যায় না।

স্বাধীনতা প্রতিটি জাতির জন্য সম্মান ও গৌরবের বিষয়। তবে স্বাধীনতার ফল যদি স্বাধীন দেশের মানুষ ভোগ না করতে পারে , তখন তা হয় অত্যন্ত বেদনা ও দুঃখের।

আমাদের স্বাধীনতা এক সাগর রক্ত আর অগণিত মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে। তাই তার মূল্য অনেক।

কবি শেখ ফজলুল করিম বলেন-

স্বাধীনতা স্পর্শমণি সবাই ভালোবাসে

সুখের আলো জ্বালে বুকে দুঃখের ছায়া নাশে,

স্বাধীনতা সোনার কাঠি,খোদার সুধা দান

স্পর্শে তাহার নেচে ওঠে শূণ্য দেহে প্রাণ।

বায়ান্ন আর একাত্তরে আমরা ভাষার জন্য লড়েছি,দেশের জন্য মরেছি। একসময় গাদ্দারের হাজার অপচেষ্টার পরও বাংলার পূর্বাকাশে উদিত হয়েছিল স্বাধীনতার লাল সূর্য। বাংলার মানুষ দেখা পেয়েছিল নতুন ভোরের।

কিন্তু জালিমের নির্মম ছোবল থেকে দেশকে বাঁচানোর গৌরব আজ চাপা পড়ে গেছে শত মাজলুমের আহাজারি আর আর্তচিৎকারের নিচে।

তবুও তারা আশার আলো দেখার প্রতিক্ষা করছে। বাংলার অজস্র নির্যাতিত-নিপীড়িত মানুষ উষাপানে তাকিয়ে আছে - অশ্রুসজল চোখ নিয়ে এবং বেদনাহত বুক নিয়ে সুবহে সাদেকের অপেক্ষায়।

বিষয়: সাহিত্য

১২১০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269794
২৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩৭
ফেরারী মন লিখেছেন : রেখেছো বাঙ্গালী করে মানুষ করোনি। তো মানুষ না করলে স্বাধীনতা আসবে কি করে? কারণ সুস্থ্য মানুষই বোঝে স্বাধীনতার স্বাদ। আমরা তো সব অমানুষ। কামড়াকামড়িতে ব্যস্ত।
০৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৩
225506
ইশতিয়াক আহমেদ লিখেছেন : সহমত Good Luck Good Luck
269858
২৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩০
আফরা লিখেছেন : আশাই মানুষকে বাঁচতে শিখায় ভাল কিছু করতে উৎসাহিত করে ।
০৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৩
225507
ইশতিয়াক আহমেদ লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য আপনাকে ও ধন্যবাদ Good Luck Good Luck
270916
০২ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩৪
শিশির ভেজা ভোর লিখেছেন : ......লিখেছেন : আশাই মানুষকে বাঁচতে শিখায় ভাল কিছু করতে উৎসাহিত করে ।
০৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৩
225508
ইশতিয়াক আহমেদ লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য আপনাকে ও ধন্যবাদ Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File