যারা ভুল পথে মেতে আছে তারাই মনে করে জিহাদ মানে যুদ্ধ

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:০৩:২০ দুপুর

বর্তমান সমাজে জিহাদের নামটা শুনা মাত্রই আমাদের কারো কারো বুকে কাঁপন উঠে !

যুদ্ধ করা সমস্যা নেই কিন্তু জিহাদ করলেই ভয় ।

চাঁদা নেয়া অপরাধ কিন্তু টেক্স নেয়া যায়।

মোটকথা জিহাদ করতে ভয় কিন্তু যুদ্ধ করতে বীর। সে যুদ্ধ ইসলাম নিশ্চিহ্ন করার যুদ্ধই হোক না কেন ।

যারা ভুল পথে মেতে আছে অনেকে মনে করে জিহাদ মানে যুদ্ধ !

কিন্তু প্রকৃত পক্ষে জিহাদের অর্থ যুদ্ধ নয়। বাংলায় অনুরাগ যদিও রাগ নয়, তবুও কেউ যদি রাগের স্থানে অনুরাগ শব্দটি ব্যবহার করে তাহলে তার অর্থ উল্টো করে দেখলে তো হবে না । অনুরাগ শব্দে রাগ থাকলেও তার অর্থ কোনভাবেই রাগের সমার্থক হবে না। এভাবে কেউ যদি কোন শব্দের ভুল ব্যখ্যা করে এবং ভুল শব্দকে নির্ভুল বলে সমাজে চালাতে চায় , তবে সেই ব্যাক্তি ভাষা জগতে সন্ত্রাসী।

জিহাদ অর্থ হলো চষ্টা, সাধনা, সর্বশক্তি নিয়োগ অর্থ্যাৎ Struggle For Excellence সাধারণ কথায় শান্তি, স্বাধীনতা, দেশ ও ধর্মের স্বার্থ সংরক্ষণের জন্যে যে সংঘবদ্ধ হয়ে আল্লাহর আদেশ ও রাসূল (সঃ) এর আদর্শ অনুযায়ী সংগ্রাম পরিচালিত করা হয়, তাকে বলা হয় জিহাদ।

সে হিসাবে আমাদেরকেও নির্ণয় করতে হবে ইসলাম ও জিহাদের নামে কোন অন্যায় হচ্ছে কিনা-?

যা ইসলাম সমর্থন করেনা।

মূলতঃ প্রতিপক্ষের সশস্ত্র আক্রমণের মোকাবিলায় প্রতিরোধে নিরুপায় ও সর্বশেষ অবলম্বন হয়ে দাঁড়ায় কিতাল বা হত্যা। যা জিহাদের চূড়ান্ত স্তর।

যার মর্মই হলো ইহুদী-খৃষ্টান , বে-দ্বীনদের সশস্ত্র যুদ্ধ।

ইসলাম ও মুসলমানদের উপর কোন আঘাতের প্রতিরোধে সর্বাত্মক প্রকাশ্যে বিজয়ের লড়াই করে যাওয়া।

তাই ইসলাম কোন প্রকার হীন স্বার্থপরতা,হঠকারী ও গোপনীয় কুট-কৌশল সমর্থন করে না।

যেভাবে আফগান,ইরাক,কাশ্মীর , ফিলিস্তিন ও পাকিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশে মুসলমানদের উপর ইহুদী-খৃষ্টানরা বহুমুখী অপকর্ম চালিয়ে যাচ্ছে।

এজন্যেই আল্লাহ রাব্বুল আলামীন বলেনঃ-

তোমরা তোমাদের প্রতিপালকের রাস্তায় প্রঙ্ঞার সাথে , উত্তম উপদেশের মাধ্যমে মানুষকে তার মনোনীত ধর্মে (ইসলামে) আহ্বান করো।

আর উৎকৃষ্ট যুক্তির মাধ্যমে তাদের মোকাবিলা করো।- সূরা নাহল-২২৫।

মানবতার ধর্মই যে ইসলাম এটা উদার ও সহজ পন্থায় বিশ্বাষী।

এ জন্যই প্রিয় নবী বলেনঃ-

সহজ করো কঠিন করিও না। অর্থ্যাৎ সুসংবাদ জানিয়ে আহ্বান করো কিন্তু ভীত প্রদর্শন করে তাড়িও না। - বুখারী শরীফ

বিষয়: বিবিধ

১২১৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265412
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৪
209145
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
265432
১৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫০
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
১৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:১৫
209146
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
265489
১৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৬
ইসলামী দুনিয়া লিখেছেন : কাজের কথা।
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২০
213718
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
265591
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৬
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : বিদঘুটে টাইটেল।
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২১
213719
ইশতিয়াক আহমেদ লিখেছেন : বিদঘুটে কেন?
265592
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৮
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : মনে হয় ঠিক বলেছেন। তবে সন্দিহান।
২৯ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২২
213720
ইশতিয়াক আহমেদ লিখেছেন : সন্দিহান মনে হচ্ছে কেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File