মৌচাক মূল্যহীন। যদি সেই মৌমাছি গুলো মধু আহরণে না গিয়ে কাঁঠাল পঁচা মাছির ন্যায় ছুটে বেড়ায়।
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৮ আগস্ট, ২০১৪, ১১:২৯:৫০ রাত
Survival of the Fittest
অর্থ্যাৎ- যে যুগ্যতম সেই টিকে থাকবে।
যেমন গাছের একটি পাতা বোঁটা থেকে ছিড়ে ফেললে পাতাটি শুকিয়ে যায়।
এতে প্রমাণ পায় যে, ঐ পাতার পেছনে দুটি শক্তি কার্যকর থাকে।
একটি শক্তি গাছের, যে শক্তি পাতাকে জিবীত রাখে।
অপরটি হলো পাতাকে শুকিয়ে ফেলার শক্তি।
যতক্ষণ পর্যন্ত গাছকে শুকিয়ে ফেলার শক্তির চেয়ে গাছের শক্তি প্রবল থাকে , ততক্ষণ পর্যন্ত পাতাকে শুকিয়ে ফেলার নয় ।
তবে গাছ থেকে বোটা ছিড়ে পাতা পড়ে গেলে তখন পাতা জিবীত থাকতেই ব্যর্থ হয়ে পড়ে। শুকিয়ে ফেলার শক্তি তখন জিবীত পাতাকে শুকাতে সক্ষম হয়।
ঠিক তেমনি ভাবে,
ইসলাম নামে বৃক্ষের পাতা মুসলমানগণ যখনি ইহুদী-খৃষ্টান ঝড়ো হাওয়ায় শক্তি সাধন না ঘটিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে,তখনই তাদের জীবন পথের শান্তি শুকিয়ে যাবে।
এতে ধীরে ধীরে ইহুদী-খৃষ্টান শুকানো শক্তির হাতে শুকিয়ে যাবে ইসলাম নামের বৃক্ষটি।
মৌচাক মূল্যহীন। যদি সেই মৌমাছি গুলো মধু আহরণে না গিয়ে কাঁঠাল পঁচা মাছির ন্যায় ছুটে বেড়ায়।
আজ মুসলিম সমাজ মধু আহরণ থেকে ছুটে বেড়াচ্ছে মানুষের রচিত মতবাদের ডিগ্রি অর্জনের পেছনে। বিশ্বাষ করে নিচ্ছে তাদের রচিত ইতিহাস।
টিট গেয়ে চলছে স্বীয় ধর্ম বিধান। অর্থ্যাৎ- আল কুরআন।
ফলে মুসলমান হয়েও বিপরীত শক্তির সঙ্গ নিচ্ছে ! লাভবান হচ্ছে হীন স্বার্থকতায়।
যার জন্য আজ বিশ্ব মুসলিম দেশ ও মুসলমান হয়ে পড়েছে কোনঠাসা আর অসহায়।
বিষয়: সাহিত্য
১০২৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন