রক্তের বন্যায় মুসলিম জাহান-১

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৮ জুলাই, ২০১৪, ১২:০৬:১৭ রাত

বর্তমান বিশ্বটা মাফিয়াদের শোষণে চুর্ণ-বিচুর্ণ।

সুখের কোণে যেন ধরেছে ঘুণ। যে ঘুণের আঘাতে গুণী সম্প্রদায়কে আজ পচন ধরাচ্ছে। এই নিয়ে কিছু লিখতেও যেন হোঁচট খেয়ে পড়ি। তবুও কলমটাকে বন্ধু বানিয়েছি তিন আঙ্গুলির চিমটিতে। দৃষ্টিটাও সজাগ মিডিয়ার উপস্থিতিতে । আজ দেখতে পাচ্ছি যে, শুধুমাত্র মুসলিম দেশ ও মুসলমানদের মধ্যে জঙ্গী-সন্ত্রাস। যা এক মহলের ছুড়ে দেয়া নাম নিক্ষেপে সমালোচিত।

এতে একটাই কারণ নিহিত যে, পশ্চিমা কুচক্রের পরিকল্পনার ব্যাপারে ইসলামে নিখুঁত বিশ্লেষণ রয়েছে। তাই ইসলামী শাষণ ও মুজাহিদদেরকে জঙ্গী পরিচালিত সন্ত্রাসী দল বলে নাস্তিক মিডিয়াতে প্রচার করা হচ্ছে। সেই সাথে বিশ্বের সর্বস্তরের মুমিন-মুসলমান ইহুদী-খৃষ্টান ও তাদের দোসরদের নির্যাতনে নিপীড়িত ও নিষ্পেষিত। মুসলমানদের জীবন নিয়ে আজ রক্তের হোলী খেলা হচ্ছে। নিয়ন্ত্রণে নিচ্ছে ভূমি সম্পদ আর মান-ইজ্জত।

ফিলিস্তিন , আফগান , ইরাক , লিবানন , তাজিকিস্তান , কাশ্মীর , ফিলিপাইন , উগান্ডা , সোমালিয়া , চেচনিয়া , বসনিয়া সকরুণ মুসলিম উম্মার রক্তক্ষয়ী তান্ডবলীলায় কোন মুমিন-মুজাহিদের হৃদয় স্থীর থাকতে পারেনা। পারেনা নীরবে দর্শকের গ্যালারীতে বসে বসে তা দেখে হজম করে নিতে।

অথচ গোটা বিশ্ববাসীর নাকের ডগাতেই এ অমানবিক অপকর্ম। যা একের পর এক ঘটেই চলেছে।

এতে মানবাধিকার বা শান্তিকামী সংস্থা এ বিভীষিকাময় অনাচারকে অপরাধ সাব্যস্ত করার সাজানো নাটক চালিয়ে যাচ্ছে আজ। কারণ এ সবই পশ্চীমা শোষণকারীদের নীল নকশাতেই হচ্ছে।

শান্তির দোহাই দিয়ে জাতিসংঘ নামের বিশ্ব সংস্থাটির জরুরী অধীবেশন ডেকে বিশ্বশান্তির জন্য হুমকি সাব্যস্থ করে নিজেদের তৈরী করা যুক্তিতে মুসলিম জনতার উপর বহুমুখী হামলা করে যাচ্ছে আজ। সেই পশ্চীমাদের হীন চক্রান্তের সাথে জড়িত কিছু মুসলমান নামধারী কিছু মির্জাফর। যাদের সহযোগিতায় মুসলিম দেশ ও মুসলমানদের মধ্যে চলছে ইঙ্গ-মার্কিনীদের সন্ত্রাসী তান্ডব।

বিষয়: বিবিধ

৯৬১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245639
১৮ জুলাই ২০১৪ রাত ০৪:২০
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি ভাইয়া।
১৯ জুলাই ২০১৪ রাত ১২:০৬
190947
ইশতিয়াক আহমেদ লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া/আপু
245676
১৮ জুলাই ২০১৪ সকাল ০৮:০২
আল সাঈদ লিখেছেন : যে মুসলমানদের ফজরের নামাজ পড়তে কষ্ট হয় বলে নামাজ ছেড়ে দেয় সে মুসলমানদের এর চেয়ে ভাল রেজাল্ট কি হতে পারে।
১৯ জুলাই ২০১৪ রাত ১২:০৭
190948
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ইসলামকে আমাদের ভালোভাবে মানতে হবে। ইসলামই হতে হবে আমাদের জীবন ব্যবস্থা। ধন্যবাদ
245802
১৮ জুলাই ২০১৪ রাত ০৮:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমরা ইসলামের পথে যতক্ষণ না ফেরে যাব ততক্ষণ শান্তির আশা করা ঠিক না
১৯ জুলাই ২০১৪ রাত ১২:০৯
190949
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ঠিক বলেছেন। ইসলাম থেকে আমরা বিমুখ হয়ে যাওয়ায়ই আমাদের এই অবস্থা। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File