বলিউডে নাকি ''আল্লাহ্'র বান্দা''নামে কোন মুভি বের হইছে

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১২ জুন, ২০১৪, ০৭:৪০:৫৩ সন্ধ্যা

বলিউডে নাকি ''আল্লাহ্'র বান্দা''নামে কোন মুভি বের হইছে। সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতেছে ফেসবুকের অনেক ধর্ম প্রান মুসলিমরা । আমিও যেহেতু মুসলিম ,তাই আমিও প্রতিবাদ করলাম এমন

সিনেমা তৈরি করায় , এই

সিনেমা বন্ধ করা হোক ।

হইছে প্রতিবাদ , চলেন এবার

গিয়ে আরামে ফুটবল খেলা দেখি !!!

কি , কষ্ট পাইলেন আমার কথায় ? ‌

কষ্ট নিয়েন না , কারন আপনাদের

নাদানি প্রতিবাদ প্রতিবাদ খেলায়

আমিও অংশগ্রহন করলাম , এই যা ।

লক্ষ্য করবেন , হিন্দি অনেক

সিনেমায় ওরা ' ভগবান

চরিত্রে মানুষ দিয়ে অভিনয় করায় ,

কখনও অমিতাভ , কখনও ঋষি কাপুর ,

কখনও সালমা খান , কখনও অক্ষসয়

কুমার । এদের সবাইকে দেখায় যে ,

তারা আসমানে আছে । আচ্ছা , হিন্দু

প্রথার গল্পের বই গুলোতে কোন

জায়গায় লিখা আছে যে , তাদের

ভগবান আসমানে বইসা আছে ? অথচ '

তারা সিনেমায় যখন দেখায় ভগবান

চরিত্রের কাউকে , তখন কিন্তু

তারা কোরআনের সেই আয়াত

গুলো ব্যবহার করে , যেই

গুলোতে আল্লাহ্ বলছেন , আমি সাত

আসমানের উপরে আরশে অবস্থান

করছি । মেরাজে'র হাদিস থেকেও

জানা যায় যে ' আল্লাহ্ সাত

আসমানের উপরে আছেন । হিন্দুদের

কোন কিতাবে কোন জায়গায়

লিখা আছে যে ' তাদের ভগবান

আসমানে আছে ? আচ্ছা ধরলাম

লিখা আছে , কিন্তু আমার জানা নাই ,

কারন আমি ওদের ঐ

চটি মার্কা গল্পের বই

নিয়ে এতো ঘাটি নাই [সময় কোই] ।

আচ্ছা লিখা থাকলেও , আপনি মুসলিম

হিসেবে'তো এইটা জানার কথা যে '

আল্লাহ্ কোথায় আছেন , মেরাজের

রাতে রাসুল (সাঃ) কোন

আসমানে কাকে দেখছেন । এর

মানে এইটা পরিস্কার ওদের

বলা আসমানে থাকা ভগবান

আসলে মিথ্যা একটা গল্প ছাড়া কিছুই

না । কারন ওরা সবে মঙ্গলে রকেট

পাঠাইছে , কিন্তু আমাদের

কাছে ১৪০০+ বছর পূর্বে খবর এসে গেছে যে ' পৃথিবীর

বাহিরে কোথায় কি আছে [যা আমাদের জানা প্রয়োজন ততটুকু] , আসমান কয়টা আছে , কোন আসমানে কে আছে , আসমানের কি দরজা আছে নাকি নাই ,

আসমানে ঢুকতে অনুমতি লাগে কিনা । এর মানে ওদের চেয়ে আমরা ১০০% বেশী সিউর যে ' ওদের দেখানো আসমানে ভগবান পুরাই মিথ্যা কথা । তবুও কিন্তু ওরা সেটাই দেখায় । এর মানে ওরা পরোক্ষ ভাবে আপনার মালিক আল্লাহ্'র জায়গায় মানুষের চরিত্র দিয়ে ,আল্লাহ্'কে অপমান করছে ।

আপনি কি তখন প্রতিবাদ করছেন ? ঐ সিনেমা বয়কট বা বন্ধ করার জন্য কোন উদ্যোগ নিছেন ? আচ্ছা , ধরি ঐ সিনেমায় ওরা ভগবান নাম ব্যবহার করছে , তাই ঐটা ক্ষমা করে দিছেন ।

এইবার '' আল্লাহ্'র '' নাম ব্যবহার করছে বলে আপনার রাগ উঠছে ।

আচ্ছা , আপনার এই

প্রতিবাদে কি হবে ?ওরা সিনেমা মুক্তি দিবে না ? এর আগে যখন রাসুল (সাঃ)

কে নিয়ে ইহুদিরা সিনেমা তৈরি করলো ,তখন'ত এই একই কায়দা গ্রহন করা হইছে , মানে প্রতিবাদ ,এতে কি কোন ফল পাইছিলেন ?

আচ্ছা , কিছু দিন আগে কিন্তু

একটা প্রশ্ন করছিলাম যে '

আপনাকে যদি সিনেমার কোন

নায়কের চরিত্রে অভিনয় করতে দেয়া হয় , আপনি কি অভিনয় করবেন ? কেন সেই প্রশ্ন করছিলাম ,সেটার আজকে উত্তর দেয়ার সময়আসছে । যেখানে ভারতের তথা বলিউডের তথা হিন্দি সিনেমা বা যেকোনো দেশের অশ্লীল যেকোনো সিনেমার

বিপক্ষে ইসলামের অবস্থান [যেই সিনেমায় শরীয়তের একটা হুকুম হলেও উপেক্ষিত হয়] , সেখানে উক্ত , সিনেমায় কি নাম দিলো ,আর কার চরিত্রে কাকে দিলো এতে কি আসে যায় ?

আপনাকে যদি অবস্থান নিতেই হয় ,প্রতিবাদ জানাতেই হয় ,তবে আপনি কেন সিনেমা নামের প্রকাশ্য অশ্লীলতা ,বেহায়াপানার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন না ? কেন বলছেন না , দুনিয়া থেকে সমস্ত অশ্লীল সিনেমা ,শরিয়্যাহ বিরোধী সিনেমা বন্ধ

করে দিতে হবে ?

হ্যা ! আপনি হয়তো বললেন ,অবস্থানও নিলেন সব সিনেমার বিপক্ষে , প্রতিবাদ করলেন। আচ্ছা ,এখন কি আমরা আবার ফুটবল খেলা দেখতে বসবো ?

আপনি কি আপনার দায়িত্ব শেষ করে দিলেন ? হয়তো হ্যা । কিন্তু আমার কাছে এই প্রতিবাদ হচ্ছে সবচেয়ে নিম্ন পর্যায়ের ঈমানের লক্ষণ । যদিও এইটা 'নাই মামার চেয়ে , কানা মামা থাকা ভালো 'ধরনের ।

আপনি যদি মুমিন হয়ে থাকেন ,যদি আপনার মনে আল্লাহ্ এবং রাসুল (সাঃ) এর প্রতি ভালোবাসা এতোই থাকে যে , আপনি তাদের ইঙ্গিত করা কোন অপমান সহ্য করতে পারেন না , তবে আপনাকে সেই ভাবেই প্রতিবাদ করতে হবে ,যেই

ভাবে বলা হইছে । এই সব অশ্লীল ,ইসলামকে ব্যঙ্গ করা সিনেমা বন্ধ করতে হলে দিল্লির সংসদে কালেমা খচিত কালো পতাকা উড়াতে হবে ,

আপনাকে সেই লক্ষ্যে কাজ

করতে হবে , সেই পথে আগাতে হবে , তবেই আপনি আল্লাহ্ এবং রাসুল (সাঃ) এর অপমানের প্রতিশোধ

নিতে পারবেন । রাসুল (সাঃ)

কে নিয়ে যারা ব্যঙ্গ করে , তাদের হত্যা করার আদেশ রাসুল (সাঃ) নিজে দিয়ে গেছেন ।

আল্লাহ্ এবং রাসুল (সাঃ) কে নিয়ে এই রূপ ব্যঙ্গ করার জবাব সামান্য মৌখিক প্রতিবাদ দিয়ে করার কোন অনুমতি ,কোন পন্থা শরিয়ত দেখায় না । প্রতিবাদ করতে হলে ওদের

মাথা'টা দেহ থেকে আলাদা করেই প্রতিবাদ করতে হবে । মুশরেকের জমিনে শরিয়া কায়েম করেই এই অপমানের জবাব দিতে হবে ।

প্রতিজ্ঞা করুন , আমরা লড়াই করবো ,দিল্লিতে আমরাই আক্রমন

করবো ইনশাআল্লাহ্ ।

আল্লাহ্ এবং রাসুল (সাঃ) কে অপমান করা একটা কাফের/মুশরেক জীবিত থাকতে এই লড়াই চলবে , জীবন দিয়ে হলেও আল্লাহ্ এবং রাসুল (সাঃ) এর শানে কোন রকম অপমান

আমরা মুসলিম সহ্য করবো না ।কলেমার পতাকা না উড়ানো পর্যন্ত আমৃত্যু লড়াই করে যাবো ইনশাআল্লাহ্।

বিষয়: বিবিধ

১২৩৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234284
১২ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বলিউড ফিল্ম তৈরী করে ফিল্ম্ম্মের এই কালচার যেখানে সম্পূর্ণ গুনাহের কাজ সেখানে অনেক কিছুই হবে। ধন্যবাদ বুঝিয়ে লিখার জন্য।
234296
১২ জুন ২০১৪ রাত ০৮:২৫
আহ জীবন লিখেছেন : মুসলমানদের মনে কাতুকুতু জাগাইয়া বেবসা করার ফন্দি এটা। আর এখন তো এক কাঠি সরেস কাজ করে। নিজের নাক কাইটা পরের যাত্রা ভঙ্গ করার স্টাইলে। মানে হইল নিজেদের দেবতা গুলারে এমনভাবে অপমান করে যে ধর্মের প্রতি বিতৃষ্ণা জাগাবে। ফলাফল মুক্ত চিন্তা। আমার ধর্ম এমন হইলে অন্য ধর্ম কেমন? এই শুরু অবিশ্বাসের। এবার প্রতিটা ধর্মই খারাপ,বাজে।

কলকাতা বাংলার ফড়িং এধরনের একটি ছবি।

আবার আছে কিছু ছবি ধর্মের ছেয়ে প্রেম এবং মনের চাহিদা বড়। ধর্মান্তরিত নাহয়ে সংসার করা জায়েজ এগুলা শিখায়।
খিলাড়ি এধরনের ছবি।

নির্মল বিনোদনের নামে বিষ ঢুকাচ্ছে মনে।
234328
১২ জুন ২০১৪ রাত ০৯:৪০
ভিশু লিখেছেন : অভিনন্দন!
I'm in a hurry.
পরে পড়ে অবশ্যই কমেন্ট করবো ইনশাআল্লাহ!
234606
১৩ জুন ২০১৪ রাত ১০:১৯
প্রবাসী মজুমদার লিখেছেন : পৃথিবীতে কেউ গ্রেট হওয়ার জন্য ইসলামের বিরুদ্ধে বললেই যথেষ্ট। বাস। আমরাও সামান্য ছুতো নিয়ে জিহাদে নেমে যাই। অথচ পর্দার অন্তরালে ইসলামের কলিজা খেয়ে অর্ধেক করেছে ওরা। এদিকে খবর নেই। মিঠা সুন্নতী জিন্দাবাদ। ভাল লাগল। ধন্যবাদ।
235937
১৭ জুন ২০১৪ রাত ০৮:৫২
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : নোমোরাতো মাইন্দার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File