“হাউজে কাউছার”
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৩ জুন, ২০১৪, ০১:৪০:৪২ দুপুর
আরবী ভাষায় কাউছার
শব্দের আভিধানিক অর্থ প্রভু
কল্যান দান করেছেন।
এর দ্বারা ইহ-পরকালে
সর্ব প্রকার কল্যাণ,মঙল ও দান বুঝানো হয়।উক্ত নে‘আমতসমুহের মধ্যে একটি বড় নে‘আমত হল হাউজে কাউছার যা তাঁকে হাশরের ময়দানে প্রদান করা হবে।উক্ত হাউজটি দৈর্ঘ্য-প্রস্তে শত শত মাইল ব্যাপার হবে।দুটি প্রনালী মাধ্যমে জান্নাতের পানি ঐ হাউজে পড়বে।একবার ঐ হাউজের পানি পান করলে আর তৃষ্ণা লাগবেনা।মিযানের পূর্বেই হাউজে কাউছারে লোকদের উপস্তিতি হবে।কেউ বা মিযানের পরে হাউজে কাউছারের পাড়ে উপস্তিত হবে।কিছু লোক হাউজে কাউছারের পাড়ে গেলে ফেরেস্তাগণ তাদেরকে সেখান থেকে দূরে হাঁকাতে থাকবেন।ফেরেশ্তাগণ বলবেন,হে আল্লাহর রাসুল!পৃথিবী হতে আপনার বিদায়ের পর এ লোকেরা দ্বীনে নতুন নতুন বিদআতের আবিস্কার করেছে।প্রত্যেক নবী স্বীয় উম্মাতের জন্য হাউজ পাবেন।তবে রাসুল{স:}এর হাউজ হবে সবচেয়ে বড় আর তাঁর হাউজে কাউছারে আগমনকারীর সংখ্যাও হবে সবচেয়ে বেশী।
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ২১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন