ভালোবাসা বেকারদের জন্য নয়।

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৯ মার্চ, ২০১৪, ০১:৩৮:০০ রাত

বাগানের পাশেই ঘরটা। ঘরের একমাত্র জানালাটাও বাগানের দিকেই।

খুব একটা রাত না হওয়ায়

চাঁদটা উঠি উঠি করেও উঠছেনা। তাই ঘরটা অন্ধকারই বলা চলে।

ঘরের একমাত্র স্টিক লাইটটা নষ্ট হয়ে যাওয়ায় এই অবস্থা। আসরাফ সাহেব বিকেলে একবার মোড়ের দোকানটায় গেছেন।

আগের বাকিগুলা শোধ নাকরা পর্যন্ত দোকানদার আর কিছু দিতে রাজিনয়।

অগত্যা তিনি খালি হাতেই ফিরে আসেন। ইদানিং তিনি সংসারের জন্য কিছুই করতে পারছেন না।

ঘরের মেঝেয় বিছানা করে রুদ্র শুয়ে আছে।

রুদ্রর শরীরটা কেমন ভারভার লাগছে। হয়তো জ্বর আসবে।

জানালা দিয়া প্রচন্ড বাতাস আসছে।

কিছুটা শীত শীতও করছে। লাগিয়ে দিলেই হয়ে যায় । কিন্তু কেনযানি লাগাতে ইচ্ছা করছেনা ।

তবে একটা কারন হতে পারে জানালা দিয়া বকুল ফুলের তীব্র গন্ধ আসছে।

কেমন নেশা ধরিয়ে যায় টাইপের গন্ধ। আচ্ছা এখনকি বকুল ফুল ফোটার কথা? এইটা ঠিক কি মাস?

রুদ্র মনে করার চেস্টা করছে। পারছেনা। ইদানিং সে অনেক কিছুই মনে করতে পারেনা।

তবে একটা জিনিস মনে আছে। পারুর বিয়ের দিনটি। পাঁচই শ্রাবন। প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো সেইদিন।

কুকুর বেড়াল বৃষ্টি। এই বৃষ্টির ভেতর রুদ্র সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দারিয়ে ছিলো পারুদের বাসার সামনে।

আশা একবার পারু বেরিয়ে আসবে তাকে দেখতে।

পারু বেরোইনি। হয়তো সময় পায়নি। রুদ্র আরো অপেক্ষা করতো। পারেনি কারন এ দিকে এক পথচারী রুদ্রকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করে।

ওর তখন নিউমোনিয়া টাইপের কিছু। দশদিনের দিন হাসপাতাল থেকে ছাড়া পায় সে।

তারপর থেকেই মাঝে মাঝে জ্বর আসে। মাসে একদিন আসরাফ সাহেব ওকে ডাক্তারের কাছে নিয়ে যান।

ডাক্তার তাকে ফিসফিসিয়ে কি যানি বলে। রুদ্র কথাগুলো ঠিক বুঝেনা।

পারুকে আর কখনোই দেখা হয়না তার। কারন ভালোবাসা রুদ্রদের মতো বেকারদের জন্য নয়।

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194440
১৯ মার্চ ২০১৪ রাত ০২:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাহ , অনেক ধন্যবাদ
২০ মার্চ ২০১৪ সকাল ১০:৫৩
145488
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
194453
১৯ মার্চ ২০১৪ রাত ০২:৪৩
ভিশু লিখেছেন : Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
Broken Heart Broken Heart Broken Heart
Day Dreaming Day Dreaming Day Dreaming
Rose Rose Rose
২০ মার্চ ২০১৪ সকাল ১০:৫৪
145489
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
194462
১৯ মার্চ ২০১৪ রাত ০২:৫৮
জুম্মি নাহদিয়া লিখেছেন : ধন্যবাদ।
২০ মার্চ ২০১৪ সকাল ১০:৫৫
145490
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
194489
১৯ মার্চ ২০১৪ রাত ০৪:৩৬
রাইয়ান লিখেছেন : সুন্দর লেখা... ভালো লেগেছে ।
২০ মার্চ ২০১৪ সকাল ১০:৫৫
145491
ইশতিয়াক আহমেদ লিখেছেন : অনেক ধন্যবাদ
194530
১৯ মার্চ ২০১৪ সকাল ০৯:১৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভালবাসা সবার জন্য তবে সেটা হতে হবে পরিবার পরিজনদের জন্য।
২০ মার্চ ২০১৪ সকাল ১০:৫৬
145492
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
194535
১৯ মার্চ ২০১৪ সকাল ০৯:২৫
মদীনার আলো লিখেছেন : ভালো লাগলো
২০ মার্চ ২০১৪ সকাল ১০:৫৭
145493
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
194620
১৯ মার্চ ২০১৪ সকাল ১১:১৫
সায়েম খান লিখেছেন : ভালবাসা বিয়ের আগে নয়...
২০ মার্চ ২০১৪ সকাল ১০:৫৮
145494
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ঠিক বলেছেন। ধন্যবাদ
195913
২১ মার্চ ২০১৪ রাত ১১:০০
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : পিলাচ
217119
০৪ মে ২০১৪ সকাল ০৭:৪৪
অজানা পথিক লিখেছেন : ভাল্লাগছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File