"পিছুটান"
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৩ মার্চ, ২০১৪, ০৭:৫৩:২১ সকাল
সাব্বির এর বিয়ে হয়েছে ৫ বছর হয়ে গেছে এখন পর্যন্ত সন্তান জন্ম দিতে পারলো না। রেবেকা সাব্বিরের বউ। বিয়ের আগে তাদের ছোট খাটো প্রেম হয়েছিলো। মানে পারিবারিক ভাবে জানার পর বিয়ে ঠিক হয়েছিলো। বিয়ের আগে দেখা করেছে ২-৩ মাস প্রেম ও করেছিলো। এর পর তাদের বিয়ে হয়। এখন সন্তান না হবার জন্যে মাঝে মাঝে একটু অশান্তি লাগে। রেবেকার অভিমান হয় সাব্বিরের উপর। সাব্বির রাগ ভাঙ্গাতে যায় রেবেকার। অনেক চেষ্টা করেছে, ডাক্তার দেখিয়েছে কিন্তু সাব্বির টেষ্ট করাতে চায়না। কারণ টেষ্ট করালে যদি তার সমস্যা থাকে তাহলে রেবেকা কষ্ট পাবে। রেবেকার সমস্যা থাকলে সাব্বির কষ্ট পাবে। রেবেকা বহু বার বলেছে টেষ্ট করাও। সাব্বির করায় না। আসলে সমস্যা কার।?? সাব্বিরের সাথে মাঝে মাঝে কথা কাটা কাটি লেগেই থাকে। রাতে কাছে যেতে গেলেও সাব্বির অন্য মনুস্ক হয়ে যায়। তার কিছুই ভালো লাগে। রেবেকা অভিমান করে বিছানায় বসে থাকে। সাব্বির এর এক কলিগের সাথে সাব্বির শেয়ার করে বিষয় টা। তার কলিগ তাকে এক কবিরাজের নিকট নিয়ে যায়। কবি রাজ সব শুনে একটা ঔষধ দেয় বলে- এইটা রাতে বউ এর কাছে যাবার আগ মূহুর্তে খাইয়ে দিবি। সাবধান তোর বউ যেন বুঝতে না পারে। ওই দিন রাতে সাব্বির খাওয়াতে যায়... যেইনে ঔষধ টা জুস এর সাথে মিশাতে যাবে রেবেকা বলে এই তুমি কি মিশালে?? দেখি দেখি। সাব্বির ধরা পড়ে গেলো। প্রজেক্ট ফেইল। আবার গেলো এভাবে ভুয়া কবিরাজের অনেক পদ্ধতি অ্যাপ্লাই করলো লাভ হলনা। রেবেকা বুঝতে পেরে রাগ হলো। সে বাসা থেকে বের হয়ে যাবে। লাগেজ গোছাতে শুরু করলো। সাব্বির অফিস থেকে এসে দেখে রেবেকা বাসায় নেই সাব্বিরের টেনশনে পড়ে গেলো। কি করবে কোথায় খুঁজবে।?? বের হলো বাসা থেকে। রিকশা তে উঠতেই একটা পাগলের মত লোক সাব্বিরের শার্ট টেনে ধরলো বললো-- বাবা কিছু খাইতে দে। সাব্বির রাগের মাথায় বললো ছাড়েন তো কাজের সময় বিরক্ত করেন। ;> রিকশাতে উঠে সাব্বির বাস স্টান্ড যেতে লাগলো। একটু ধীরে যেতেই- রিকশা থামিয়ে নেমে ওই পাগলের কাছে গিয়ে বলল কি খাবেন ? পাগল কিছু বলে না। পাশের দোকান থেকে রুটি আর কলা কিনে দিলো। পাগল মাথায় হাত বুলিয়ে একটা ফু দিয়ে বলল- তোর অনেক ভালো হবে। তোর মনে শান্তি আসবে যা ... যা যা..... সাব্বির ব্যাস্ স্টান্ড গিয়ে দেখলো- রেবেকা বিশ্রামাগারে বসে আছে। সাব্বির গিয়ে বললো- চলো বাসায় চলো। আমি তো ভাবলাম তুমি চলেই গেছো... রেবেকা বলছে- গেলে অনেক আগেই যেতে পারতাম। তোমার জন্যে যেতে পারলাম না। এই পাগল টাকে রেখে কোথায় যাবো আমি।?? সাব্বির মুচকি হাসি দিলো সুন্দর একটা ক্লাইমেক্স উপস্থাপন করলো তারা দুজন।
.
.
.
. ১ বছর ২ মাস পর- উফ্ফ তারা তারি করো রেবেকা অফিস যেতে হবে.... আসছি একটু দাঁড়াও না বাবা - দেরি করে আসলে আমার লেট হবে ধ্যাৎ!!!! আবার হিশু করে দিলো। - রেবেকা বলেছে খুব ভালো হয়েছে। যাও এবার অফিস যাও
বিষয়: সাহিত্য
১৩০৯ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ-
মন্তব্য করতে লগইন করুন