বিজয়নগরে তাবলীগ পন্থিকে নির্যাতন মডেল থানায় শান্তিপুর্ন সমাধান। কর্মসূচি প্রত্যাহার ব্রাক্ষনবাড়ীয়ায় আনন্দ মিছিল।

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৬ মার্চ, ২০১৪, ১০:১৭:২৫ রাত

বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর গ্রামে ঘটে যাওয়া তাবলীগ পন্থীকে নির্যাতনের বিচারের দাবীতে আন্দোলনের শান্তিপূর্ন সমাধান হয়েছে।

আজ দুপুর ৩ঘটিকায় ব্রাক্ষনবাড়ীয়া মডেল থানায় পৌর মেয়র হেলাল উদ্দিনের সভাপতিত্বে জেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব আল মামুন সরকারের পরিচালনায় ব্রক্ষনবাড়ীয়ায় শির্ষ আলেমে দ্বীন আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী ও আল্লামা মনিরুজ্জামান সিরাজীর সম্মতিতে দীর্ঘ ২ঘন্টা বৈঠকে রায় হয়েছে...

১/অভিযুক্তদেরকে গ্রামের সালিশের মাধ্যমে জুতাপেটা করতে হবে।

২/গলায় গামছা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবে।

৩/সকলের সামনে প্রকাশ্যে তওবা করবে।

৪/ভবিষ্যতে যে কোন মসজিদে তাবলীগ জামাত যাবে,এতে কোন প্রকার বাধা বা কুটুক্তি করতে পারবেনা।

৫/মাওলানা বোরহান উদ্দিন ও তার পরিবার অথবা কোন তাবলীগ পন্থীদের সাথে অসদাচরন করতে পারবেনা,এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৬/ধর্মিয় ব্যপারে যোকোন বিরোধ সৃষ্টি হলে ব্রাক্ষনবাড়ীয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া সহ নিকটস্থ স্হানীয় উলামায়ে কেরামের স্বরনাপন্ন করতে হবে।

৭/চর-ইসলামপুরে শান্তীপুর্ন একটি ইসলামি মহাসম্মেলন হবে।

এতে সকলেই সহযোগিতা করবে।

কোন প্রকার বাধা সৃষ্টি করতে পারবেনা।

রায় ঘোষনার পর চর-ইসলামপুর ইউনিয়নের পক্ষে ইউ/পি চ্যেয়ারম্যন সহ নির্যাতনকারিগন নির্যাতীত ফরীদ মিয়াকে ফুলের মালা দিয়া বরন করে নেন।

বৈঠক শেষে অভিযুক্ত সর্দারদেরকে তওবা করে মুনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থীত ছিলেন ব্রাক্ষনবাড়ীয়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রব,এসপি সার্কেল,এসপি সদর,বিজয়নগরের ওসি রসুল আহমাদ নিজাম,আল্লামা সাজেদুর রহমান,আল্লামা মুফতি মোবারক উল্লাহ,আল্লামা রহমাতুল্লাহ,মুফতী আঃ রহীম কাসেমি,মাঃ শরীফ উদ্দীন আফতাবী,মাঃ আঃ হক, জর্জ কোর্টের বর্তমান পিপি মহিউদ্দিন খান মাসুম,জসিম উদ্দিন জমসেদ,হাজী মহসীন মিয়া, চর-ইসলামপুরের চ্যেয়ারম্যান আব্দুল হাফিজ বিজয়নগর উপজেলা আওয়ামিলীগের সভাপতি জহিরুল ইসলাম সহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ।

বার্তা প্রেরকঃ এম নুরুল্লাহ আল মানসুর {প্রচার সম্পাদকঃ কওমী ইসলামি ছাত্র ঐক্য পরিষদ} ব্রাক্ষনবাড়ীয়া জেলা।‪#

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188059
০৬ মার্চ ২০১৪ রাত ১০:৩১
শেখের পোলা লিখেছেন : মূল ঘটনাটা কি তা বুঝলামনা৷
188112
০৭ মার্চ ২০১৪ রাত ১২:০৬
188245
০৭ মার্চ ২০১৪ সকাল ০৯:১৭
সজল আহমেদ লিখেছেন : আমিও বুঝলাম না।
207621
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৩
অজানা পথিক লিখেছেন : কি বৃত্তান্ত!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File