আজ আমার ১৮তম শুভ জন্মদিন
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০২ মার্চ, ২০১৪, ০১:৪৭:২৫ রাত
১৯৯৬ সালের এই দিনে আমি পৃথিবীর আলো দেখেছিলাম। সেই হিসাবে আজ আমার ১৮ বৎসর পূর্ণ হলো। আমার মনে হয় এখানে আমার চেয়ে কম বয়সি আর কোন ব্লগার নেই। হয়তো আমিই সবার ছোট। সেই হিসাবে সব ব্লগার ভাইয়া/আপুদের কাছে চাই,স্নেহ, ভালোবাসা। আপনাদের কাছ থেকেই শিখতে পেরেছি অনেক কিছু। আপনাদের কাছে চির কৃতঙ্গ। ভবিষ্যতে আরও অনেক কিছু শিখতে চাই। সাথে চাই আপনাদের স্নেহ আর ভালোবাসা। আশা করি সবাই আমাকে সুনজরে দেখবেন। দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি। আমরাও তো একটি পরিবারের মতো। ধন্যবাদ
বিষয়: বিবিধ
১৩২৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরো অনেক ক্লাশ পড়তে হবে !!
শুভ জন্মদিন.।
অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে একজন জুনিয়র তো পেলাম।
অনেক অনেক শুভ কামনা।
মন্তব্য করতে লগইন করুন