সাকিব কি ছাত্রলীগ করেন?

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:০৬:৫৬ বিকাল

আচ্ছা, সাকিব কি ছাত্রলীগ করেন?’-প্রশ্নটি মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কার কাছে জিজ্ঞেস করি, ভেবে পাচ্ছিলাম না। শেষমেষ এখানেই প্রশ্নটি রাখলাম।

কারন কিছুদিন আগে ছাত্রলীগের এক কর্মী গণতন্ত্রের জন্যে সংগ্রামরত আইনজীবীদের দিকে ফোকাস করে সেই একই জিনিস প্রদর্শন করেছিল। এক হাতে তার গর্বের সেই অঙ্গ এবং অন্য হাতে ছিল আমাদের গৌরবের পতাকা। পত্রিকায় স্পষ্ট ছবিটি আসলেও বলিষ্ঠ অঙ্গের গর্বিত সেই অধিকারীর কিছুই হয় নি।

তবে ঘটনাবহুল সেই ২৯শে ডিসেম্বরের আগে আওয়ামী নেতা মায়া হুমকি দিয়েছিলেন, ‘বিএনপি-জামায়াত এই পতাকার কোন অবমাননা করলে দেখে নেয়া হবে।’

কাজেই একই কাজ বিএনপি জামায়াত করলে খবর হয়ে যেতো। ইলেক্ট্রনিক মিডিয়া কমপক্ষে এক মাস একই ছবি ইনিয়ে বিনিয়ে প্রদর্শন করতো। শাহবাগীরা গর্জে উঠত। লাকীরা আকাশের দিকে তাকিয়ে শ্লোগান দিতেন। কাজেই ঐ প্রদর্শক কোনভাবে বেঁচে থাকলেও তার ঐ অঙ্গ কোনরূপ অপারেশন ব্যাতিতই উধাও হয়ে যেত।কাজেই ছাত্রলীগ করলে সাকিবের ভয়ের কিছু নেই। না করলে নিশ্চয় খবর আছে।

বিষয়: বিবিধ

১০৪০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180741
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:১২
মাটিরলাঠি লিখেছেন : Rose Rose Rose Rose
180747
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৭
শফিউর রহমান লিখেছেন : "কাজেই ছাত্রলীগ করলে সাকিবের ভয়ের কিছু নেই। না করলে নিশ্চয় খবর আছে।"


না করলে - আবার কেমন কথা? যে না করে তার ঐ জিনিস আছে নাকি? যদি থেকেও থাকে,তবে তা ঐভাবে প্রদর্শন করার র্ধষ্টতা দেখাতে পারে?
180753
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫২
জেদ্দাবাসী লিখেছেন : ইশতিয়াক আহমেদ ভাই,মনে কিছু নিবেন না, লেখাটা যদি আপনার না হয় তাহলে সূত্র উল্লেখ করে দিলে ভাল হয় । বিনীত
গত কাল প্রবাসী আব্দুল্লাহ শাহীন ভাইয়ের পোস্টে একটা কপিপেষ্ট মন্তব্য করে ওখানে সূত্র দিয়েছিলাম ।

দেখুন

২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০১
জেদ্দাবাসী লিখেছেন : আচ্ছা, সাকিব কি ছাত্র লীগ করেন ?

প্রশ্নটি মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কার কাছে জিজ্ঞেস করি, ভেবে পাচ্ছিলাম না। শেষমেষ ফেইস বুকেই প্রশ্নটি রাখলাম।

কারন কিছুিদন আগে ছাত্রলীগের এক কর্মী গনতন্ত্রের জন্যে সংগ্রামরত আইনজীিবদের দিকে ফোকাস করে সেই একই জিনিস প্রদর্শন করেছিল। এক হাতে তার গর্বের সেই অঙ্গ এবং অন্য হাতে ছিল আমাদের গৌরবের পতাকা । পত্রিকায় স্পষ্ট ছবিটি আসলেও বলিষ্ঠ অঙ্গের গর্বিত সেই অধিকারীর কিছই হয় নি।

তবে ঘটনাবহুল সেই ২৯শে ডিসেম্বরের আগে আওয়ামী নেতা মায়া হুমকি দিয়েছিলেন, ' বিএনপি-জামায়াত এই পতাকার কোন অবমাননা করলে দেখে নেয়া হবে। '
কাজেই একই কাজ বিএনপি জামায়াত করলে খবর হয়ে যেতো। ইলেক্ট্রনিক মিডিয়া কমপক্ষে এক মাস একই ছবি ইনিয়ে বিনিয়ে প্রদর্শন করতো । শাহবাগীরা গর্জে ওঠত। লাকীরা আকাশের দিকে তাকিয়ে শ্লোগান দিতেন। কাজেই ঐ প্রদর্শক কোনভাবে বেঁচে থাকলেও তার ঐ অঙ্গ কোনরূপ অপারেশন ব্যাতিতই উধাও হয়ে যেত।

কাজেই ছাত্রলীগ করলে সাকিবের ভয়ের কিছু নেই। না করলে নিশ্চয় খবর আছে।

সুত্র-Minar Rashid'র ফেসবুক ।

ধন্যবাদ


প্রবাসী আব্দুল্লাহ শাহীন জ লিখেছেন : কাজেই ছাত্রলীগ করলে সাকিবের ভয়ের কিছু নেই। না করলে নিশ্চয় খবর আছে।
180770
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১১
তহুরা লিখেছেন :
180784
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কাজেই ছাত্রলীগ করলে সাকিবের ভয়ের কিছু নেই। না করলে নিশ্চয় খবর আছে।
180786
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
শিকারিমন লিখেছেন : চেতনায় ছাত্র লীগ। ভাই রে অপু উকিল রা যেখানে থাকে , সেখানে ছাত্র লীগ না কইরা উপায় আছে ?
180866
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩২
হতভাগা লিখেছেন : সাকিব তার ব্যাট দেখাতে চাইছে যে ব্যাট দিয়ে সে রোজ ব্যাটিং করে
184709
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৪
হাসান৫৩ লিখেছেন : এ নিয়ে আলোচনার কোন মানে হয় না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File