জামায়াতের বিস্ময়কর সাফল্য :
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:২৬:৪২ সকাল
জামায়াতের বিস্ময়কর
সাফল্য : ১৩টি চেয়ারম্যান
পদসহ ৪৬টিতে জয়ী
দেশের চতুর্থ
উপজেলা পরিষদ নির্বাচনের
প্রথম ধাপে জামায়াত
তুলনামূলক ভালো ফল পেয়েছে।
গতকাল ৪০ জেলার
৯৭টি উপজেলায় ভোট গ্রহণ
অনুষ্ঠিত হয়। এর মধ্যে মাত্র
২৬টি উপজেলায়
প্রার্থী দিয়ে চেয়ারম্যান
পদে জামায়াত সমর্থিত ১৩ জন
বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এছাড়া জামায়াত সমর্থিত ২৩
জন ভাইস চেয়ারম্যান
পদে এবং মহিলা ভাইস
চেয়ারম্যান পদে ১০ জন
বিজয়ী হয়েছেন।
প্রথম ধাপের ফল
বিশ্লেষণে দেখা গেছে,
বিএনপির
সঙ্গে জোটবদ্ধভাবে জাতীয়
নির্বাচন বর্জন করলেও
উপজেলায় ভালো ফল
করেছে জামায়াত।
যুদ্ধাপরাধের
বিচারে কোণঠাসা এ দলটির
সমর্থিত ১৩
প্রার্থী চেয়ারম্যান
পদে বিজয়ী হয়েছেন।
এবারে ২৬ উপজেলায় জামায়াত
সমর্থিত প্রার্থী ছিল। এর
মধ্যে সিলেটের জৈন্তাপুর,
রংপুরের মিঠাপুকুর,
নীলফামারীর জলঢাকা,
বগুড়ার শেরপুর ও সাতক্ষীরার
আশাশুনিতে বিএনপির
প্রার্থী ছিল না।
প্রথমে জামায়াতকে ১৪টিতে ছাড়
দিলেও শেষ পর্যন্ত
সাতটিতে বিএনপি স্থানীয়ভাবে একক
প্রার্থী দেয়। অপর
দুটিতে বিএনপি দলীয়ভাবে জামায়াতকে সমর্থন
দিলেও বিদ্রোহীদের
প্রতিদ্বন্দ্বিত
া থেকে আটকাতে পারেনি। ১৪
উপজেলায় বিএনপি-জামায়াত
দু’দলই
আনুষ্ঠানিকভাবে দলীয়
প্রার্থী দেয়। এসব উপজেলার
নয়টিতে জয়ী হয়েছে জামায়াত।
নির্বাচনে ভরাডুবি হয়েছে সংসদের
বিরোধী দল জাতীয় পার্টির।
সর্বশেষ নির্বাচনে সংসদে ৩৪
আসন পেলেও উপজেলায়
চেয়ারম্যান পদে মাত্র
একটিতে জয়
পেয়েছে এরশাদের দল।
বিষয়: রাজনীতি
১১২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
@ ইশতিয়াক আহমেদ : কতটুকু চায় ?
এরকম ১০০ তে ১০০ টা পেলেও তো কোন লাভ নেই ।
হ্যাঁ আছে তো ! ছাগলের ৩ নং বাচ্চার মত লাফানো যাবে !
মন্তব্য করতে লগইন করুন