থামাও হিংস্রতা থামাও
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৩৩:৪৪ রাত
থামাও! হিংস্রতা থামাও!
এক চোখ নীতির গোলক ধাঁধা
প্রশ্নবিদ্ধ করে বিশ্ব বিবেক
মাতাল নেশায় মেতে পিইছে সুধা
রুখো! নগ্নতা ঠেকাও!
সবুজীমা শ্যামলীমা লাজুক লাগে
আবৃত দৃষ্টিলোভা উন্মুচো বারেক
ইথারে হারানো আসছে সেজে
থামবে না? তবে শোন!
ঐ দীর্ণে চূর্ণ বিচূর্ণ হয়ে ভূ-মন্ডল
নভোমন্ডলে নিঃশব্দ নিস্তব্ধতা
মধ্যাকার্ষণ হারায় ভারসাম্য বায়ূমন্ডল
ধ্বংস যাত্রার প্রহর শুনো।
আকাশে বাতাসে চাতকের তীব্র নিনাদ
হতভাগা বসুধায় কেবল নিঃসঙ্গতা
দরদীর দানে তার তীব্র বিবাদ
আজ হিংস্ররা অরুদ্ধ দুর্দম
আকুতি হিংস্রতা তব নগ্ন নখর থামাও
থেমে যাও হিংস্র শার্দুলেরা
থামাও ! হিংস্রতা থামাও।
বিষয়: সাহিত্য
১১০৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন