যে যেখানে থাকুন, নিরাপদ থাকুন।

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৫৯:২৭ সকাল



আপনারা হয়তো আল কায়েদার হুমকিটাকে পাত্তাই দিচ্ছেন না। ভাবছেন এটা নকল ভিডিও, এটা জাওয়াহিরির কণ্ঠও নয়; কাজেই কোন ভয় নেই।

কিন্তু বিশ্বাস করুন, এটা আসল-নকল হবার সাথে জঙ্গি হামলার কোন সম্পর্ক নেই। বাংলাদেশে বোমা হামলা হবে কি না, এটা নির্ভর করে আল হাসিনার উপর, আল কায়েদা নয়।

গত ৭ দিনে হাসিনা কমপক্ষে ৭০ বার জঙ্গি শব্দটি উচ্চারণ করেছে, জয় দীর্ঘদিন ঘি ঢেলেছে আর আজকে মোজা বাবুর ৭১ টিভি একেবারে ভিডিও প্রমাণ নিয়ে এল। কাজেই এখন ৯০% নিশ্চিত থাকতে পারেন বোমা হামলা হবেই। তার চেয়ে কোথায় হামলা হতে পারে, সেটাই একটু বের করা যাক।

প্ল্যান A-

যদি পরিকল্পনাকারী ঝানু লোক হয়, তবে তিনি শাহবাগকেই বেছে নিবেন টার্গেট হিসেবে। কারণ আলকায়েদা মিশিগানের রুটির ফ্যাক্টরিতে হামলা চালায় নি, নিউইয়র্কের টুইন টাওয়ার আর পেন্টাগনে চালিয়েছে। কাজেই হামলাকে আলকায়েদার রূপ দিতে চাইলে শাহবাগই বেস্ট।

এক্ষেত্রে যা দেখা যেতে পারে,

- বোমা হামলার ৫ মিনিট আগে ফোন রিসিভ করতে ইমরান মঞ্চ থেকে নেমে যাবে।

- সিএনজি না পাওয়ায় সেদিন অমি পিয়ালের শাহবাগ পৌঁছাতে দেরী হয়ে যাবে।

প্ল্যান B-

এটা হবার সম্ভাবনাই বেশী। কারণ তারা তো আর জেনুইন আলকায়েদা নয় যে শাহবাগেই হামলা চালিয়ে নিজেদের লোক মারতে হবে।

এক্ষেত্রে বেস্ট টার্গেট হবে মিরপুর স্টেডিয়ামের আসন্ন ওয়ানডে সিরিজ, একুশের বই মেলা অথবা একুশের প্রভাতফেরী।

আজকে যতোই এই ভিডিওকে অবিশ্বাস করেন; বোমা হামলার সাথে সাথে এই ভিডিওকে ২০০% সত্য প্রমাণ করা হবে।

কাজেই যে যেখানে থাকুন, নিরাপদ থাকুন। যদি মারা নাও যান, পঙ্গু হয়ে হুইল চেয়ারে শাহবাগে গেলে বীরের সম্মান পাবেন, জাফর পয়গম্বরের লেখাও আসবে আপনাকে নিয়ে তার উম্মাতের উদ্দেশ্যে। কিন্তু দিন শেষে সুন্দরী মেয়েটি কোন বীরের শুশ্রূষা করতে আসবে না, পিয়ালের লাল পর্দায় ঢাকা কামরাতেই ঢুকবে।

বিষয়: রাজনীতি

৯৬১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178332
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২৯
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : পিলাচ
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৪
131552
ইশতিয়াক আহমেদ লিখেছেন : চুক চুক
178471
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৫
আলোর আভা লিখেছেন : ধন্যবাদ ।
১৭ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৫
131570
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
178543
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি ও নিরাপদে থাকবেন তবে পেছনে মাজে মধ্যে থাকবেন আল কায়দা আসতে পারে
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৮
131673
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনি তো প্রবাসে অনেক শান্তিতে আছেন! কিন্তু আমরা যারা দেশে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File