দাব্বাতুল আরদ্ কি?
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪২:৩৬ সকাল
দাব্বাতুল আরদ কী? – কিয়ামত পর্ব ৮
দাব্বাতুল আরদ হচ্ছে ভূমিগর্ভ থেকে বেরিয়ে আসা এক প্রাণী যে মানুষের সাথে কথা বলবে। এ সম্পর্কে আল কুরআনে এসেছে – “যখন ঘোষিত শাস্তি তাদের নিকট আসবে তখন আমি মৃত্তিকাগর্ভ থেকে বের করব এক প্রাণী, যা তাদের সাথে কথা বলবে, এজন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী’’ (সূরা
আন নমল:৮২)
কিয়ামতের পূর্বমুহূর্তে ব্যভিচার, অনাচার, হত্যাযজ্ঞসহ সর্বপ্রকার অপরাধ এত অধিক হারে বৃদ্ধি পাবে যে, কে মুমিন আর কে মুনাফিক পার্থক্য করা কঠিন হবে। তখন-ই আল্লাহ অদ্ভুত প্রাণীর আত্মপ্রকাশ ঘটাবেন।
o অদ্ভুত প্রাণী কি?
o কোথায় এবং কখন প্রকাশিত হবে?
o কি করবে?
কেমন হবে এই অদ্ভুত প্রাণী?
এব্যাপারে সহীহ হাদিসের সংখ্যা নিতান্তই কম। এই অদ্ভূত প্রানীটির বৈশিষ্ট্য নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে (আল্লাহই ভালো জানেন )।
এ ব্যাপারে প্রামাণ্য ও স্বতঃসিদ্ধ কথা হল যে,
o বাস্তবেই তা একটি প্রাণী।
o সে মানুষের সাথে কথা বলবে।
o ভূ-পৃষ্ঠ থেকে বের হবে।
ভূ-পৃষ্ঠের কোন স্থান হতে বের হবে?
o কেউ বলেছেন, মক্কা নগরীর সাফা পর্বত থেকে।
o কেউ বলেছেন, কা’বার নিন্মদেশ থেকে।
o কেউ বলেছেন. নির্জন মরূপ্রান্তর থেকে।
বিশুদ্ধ কোন হাদিসে এ ব্যাপারে কিছু নির্দিষ্ট করা হয়নি।
সুতরাং আমরা বলব, আল্লাহর কালাম (কুরআন) সত্য, অবশ্যই বের হবে। তবে কোত্থেকে বের হবে, তা অজানা (একমাত্র আল্লাহই জানেন।)।
বিষয়: বিবিধ
১৫৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন