%%জীবন থেকে নেয়া। পড়ুন হয়তো কিছু শিখতে পারবেন...

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৯ জানুয়ারি, ২০১৪, ০৯:৩৮:৩৫ রাত

১) আজ আপনি অসহায় ? ধৈর্য ধরুন আধার কিন্তু চিরকাল থাকে না।

২) আজ আপনি কাউকে নিয়ে উপহাস করছেন? চিন্তা করবেন না হয়তো কোন পথের বাকে কিংবা কোন রঙ্গ মঞ্চে আপনি উপহাসের পাত্র হবেন। ভেবেছেন কখনো? কি করবেন তখন?

৩) কারো দুর্বলতাকে আঘাত করে মজা করতেছেন? চিন্তা করবেন না সে হয়তো কিছু বলবে না। কিন্তু তারই মত কেউ না কেউ হয়তো আপনার দুর্বলতা নিয়ে মজা করবে। সেই দিন বেশি দূরে নয়। কি করবেন তখন? ভেবেছেন কখনো?

৪) আজ আপনার সব আছে। কিন্তু তার কিছু নেই। হয়তো আপনি তাকে নিয়ে মজা করছেন। মনে রাখবেন আল্লাহ তালাই আপনাকে সব দিয়েছেন। তিঁনি চাইলেই সব কেড়ে নিয়ে তাকে দিতে পারেন। যাকে নিয়ে আপনি মজা করতেছেন।

৫) আজ আপনি কারো বিপদের দিনে পাশে দাঁড়ান। হোক না এক টুকরো খড়ের মত। হয়তো সে কোন এক ঘুর্নিঝড়ে আপনার জন্য শক্ত খুটি হয়ে কাজ করবে।

৬) মানুষকে ভালবাসতে শিখুন। হোক না সে আপনার চেয়ে খারাপ স্টুডেন্ট, কিংবা আপনার চেয়ে আর্থিক ভাবে অসচ্ছল। তাতে কি? মনে রাখবেন তাকে ভালবেসে হয়তো অর্থ বিত্ত পাবেন না। কিন্তু এমন কিছু পাবে্ন যা আপনি কল্পনায় করতে পারবেন না।

***আপনি নিশ্চই জানেন হক দুই প্রকার। ১) আল্লাহর হক ২) বান্দার হক

৭) আল্লাহর হক না আদায় করলে আল্লাহ নিজেই মাফ করে দেন। কিন্তু বান্দার হক? বান্দার হক না মানলে আল্লাহ মাফ করবেন কি?

৮) ধরে নিন না আপনার প্রতিটা কষ্টের জন্য তার বুকে একটা করে পেরেক মারতেছেন। যাকে আপনি কষ্ট দিচ্ছেন। হয়তো সরি বলে পেরেক তুলে ফেলবেন কিন্তু দাগ গুলো কি মুছতে পারবে্ন? আজীবন বয়ে বেড়াবে আপনার দেওয়া পেরেকের দাগ গুলো।

…আবার এমনতো হতে পারে আপনি যার বুকে পেরেক মারলেন তার বুক থেকে পেরেক তোলার আগেই সে দুনিয়ার মায়া ছেড়ে পর পাড়ে চলে গেলো। কি করবেন তখন? পারবেন নিজেকে মাফ করতে?

বিষয়: বিবিধ

২০৪৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164561
১৯ জানুয়ারি ২০১৪ রাত ১০:০২
আলোর আভা লিখেছেন : অনেক ভাল কথা শিখলাম ধন্যবাদ আপনাকে।
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৫
119076
ইশতিয়াক আহমেদ লিখেছেন : পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ
164578
১৯ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৩
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ তায়ালার কিছু হক রয়েছে, তা খর্ব করে তাওবা ব্যতীত মৃত্যুবরণ করলে তিনি ক্ষমা করেন না। তা হলো: শিরকে আকবার বা বড় শিরক।
অনেক সুন্দর লিখা। পড়ে ভাল লাগল।
অনেক ধন্যবাদ।
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২০
119077
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনি মনে হয় প্রথম আমার লিখায় মন্তব্য করলেন । এখনও ভালো লিখতে শিখিনি । চেষ্টা করছি । ধন্যবাদ ভাই আপনাকে ।
164606
১৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৮
আব্দুল গাফফার লিখেছেন : পড়ে খুব ভাল লাগলো , শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ । Good Luck
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৩
119078
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, পড়ে মন্তব্য করার জন্য । আপনাদের ভালো লাগাই আমার প্রেরণা ।
164703
২০ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫০
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৭
119079
ইশতিয়াক আহমেদ লিখেছেন : গরিবের ঘরে হাতির পা। এই প্রথম মনে হয় আমার ব্লগে মন্তব্য করলেন। অনেক ধন্যবাদ আপনাকে ।
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৬
119083
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাইরে এভাবে বলছেন কেন।
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
119089
ইশতিয়াক আহমেদ লিখেছেন : কষ্ট পেলেন নাকি ভাই? খুব. খুশি হইছি তো তাই...... আপনার ফেইসবুক লিংকটা একটু দিবেন?
২০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৮
119169
প্যারিস থেকে আমি লিখেছেন : না না কষ্ট পাইনি। আমাকে ফেবুতে পেতে লিখুন alam muhammad saiful
164753
২০ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০১
জাগো মানুস জাগো লিখেছেন : May allah give us the realization.
164931
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
প্রিন্সিপাল লিখেছেন : ভাই ইশতিয়াক আহমেদ!
আমরা যারা ব্লগে আছি, সবাই আপনারই মত। কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। চালিয়ে যান, সমাজ একদিন অবশ্যই মূল্যায়ন করবে।
ভাল থাকুন।
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
119109
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ ভাই।
আপনার fb লিংকটা একটু পেতে পারি?
164941
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
প্রিন্সিপাল লিখেছেন : ভাই এখনো খোলা হয়নি।
খোললে অবশ্যই জানাব। ইনশাআল্লাহ
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
119156
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ঠিক আছে ভাই ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File