ইসলামে নারী....... ( জেনে নিন আপনিও )
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৩ ডিসেম্বর, ২০১৩, ০৫:১৬:৫৪ সকাল
* একটা নারীর যখন জন্ম হয়, ইসলাম বলে "যার ঘরে প্রথমে কন্যা সন্তান
হয় সেই ঘর বরকতময়"।
* নারী যখন যুবতী হয়, ইসলাম ঘোষনা দেয়"যে তার মেয়েকে সঠিকভাবে লালন পালন করে ভাল পাত্র দেখে বিয়ে দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
* নারী যখন বিবাহিত, ইসলাম বলে"সেই পুরুষই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম"।
* নারী যখন সংসারী, ইসলাম বলে "স্ত্রীর দিকে দয়ার দৃষ্টিতে তাকানো
সওয়াবের কাজ। এমনকি স্ত্রীকে আদর করে মূখে এক লোকমা খাবার
তুলে দেয়াও"।
* নারী যখন গর্ভবতী, ইসলাম বলে "গর্ভাবস্থায় যে নারী মারা যায়
সে শহীদের মর্যাদা পায়"।
* নারী যখন মা, ইসলাম বলে "মায়ের পদ তলে সন্তানের বেহেশত"।
.....এবার বলুন ইসলাম আমাদের মা বোনদের কতটুকু সম্মান দিয়েছে?
https://m.facebook.com/estiak.ahmed.39395
বিষয়: বিবিধ
১৬১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন