থামুন নয়তো আবার যুদ্ধ শুরু হবে,,,
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫৫:২৫ সকাল
একটি বিজয়, একটি স্বাধীন দেশ ! ৪২ বছর পরেও আজ আমাদের সম্মুক্ষে প্রশ্ন আসে আমরাকি স্বাধীন? কেন এমন প্রশ্ন আসবে কেনইবা কান্নায় ভাসবে দেশ? যে দেশের মানুষ ভাষার জন্য প্রাণ দিতে পারে। যে দেশের মানুষ দেশের জন্য প্রাণ দিতে পারে সেই দেশের মানুষ কি করে এতটা বছর পরেও পরে আছে আস্তাকুরে। ভাবতে হয় স্বাধীনতা নিয়ে। এখনও ভাবতে হয় দেশকে নিয়ে। যেখানে বহিঃবিশ্বের সব দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে সেখানে আজ আমরা পরে আছি হিংসাত্নক রাজনীতি, ভংগুর অর্থনীতি নিয়ে।আজ মহান বিজয় দিবস আসুননা আমরা এই লাল সবুজের পতাকা হাতে নিয়ে শপথ করি রাজনৈতিক দলকে নয় দেশকে ভালবাসার স্বার্থে সব বিসর্জন দিব।আমরা কেন ভুলে যাই এটা আমাদের দেশ। যার স্বাধীণতা অর্জনে দিতে হয়েছে ৩০ লক্ষ শহীদের রক্ত।আমরা স্বাধীনাভাবে বাঁচতে চাই। আমাদের বাঁচতে দিন। রাজনৈতিক মতক্য দুর করুন। দেশের উন্নয়নে একে অন্যের পরিপূরক হয়ে কাজ করুন। নয়ত একদিন আমাদের স্বাধীনতার জন্য আবারও যুদ্ধ করতে হবে।
প্রিয় পাঠক, মনের গভিরে থাকা কিছু ক্ষোভ বিজয় দিবসে আপনাদের সাথে ভাগ করে নিলাম। কোন রাজনৈতিক পক্ষপাতিত্বে নয় বিবেকের তারনায় এ লেখা।
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন