মুসলিম ............
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৭ ডিসেম্বর, ২০১৩, ০৮:৫৯:০০ রাত
১৭৫৭ এর পরাজয়, ১৮৫৭ এর পরাজয়, ৪৭ এর ভারত ভাগ আর ৭১ এর পাকিস্তান ভাগ মুসলিম জাতিকে খন্ড খন্ড করে দিলেও তাতে চরমভাবে লাভ হয় হিন্দুদের। হিন্দুরা ইংরেজদের কে যেভাবে সাহায্য সহযোগিতা করেছিল এই অঞ্চলে মুসলিমদেরকে সরিয়ে রাজত্ব কায়েমের জন্য, লক্ষ লক্ষ বছরের ইতিহাসে এই দৃষ্টান্ত বিরল!! আর আজ তাই হাজার বছর ধরে মুসলিমদের ভারতবর্ষ শাসন করা, যে ভারতবর্ষের জন্য এক সময় পুরা দুনিয়া পাগল ছিল, হোক সেটা অপার সৌন্দর্য কিংবা সম্পদের প্রাচুর্যতা! সেই ভারতবর্ষে মুসলিমরা আজ এক অসহায়,এক নির্যাতিত জাতি। সমগ্র ভারত কিংবা বর্তমানবাংলাদেশ নামক ছোট্ট একটি দেশে গাদাগাদি করে থাকা কোটি কোটি মুসলিম আজও দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত! সীমান্ত, পানি, খনিজ, রাজনীতি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি ইত্যাদি ইত্যাদি প্রতিটা ক্ষেত্রই আজ ভারতীয় হিন্দু দানবদের দখলে। আনফিসিয়ালি ইংরেজদের দালাল ভারতীয় হিন্দুদের অংগরাজ্য হিসেবে দিন যাপন করছে এই দেশ। কিন্তু তারা কখনই এই দেশকে অফিসিয়ালি অংগরাজ্য ঘোষণা দিবে না। কেন জানেন? বিয়ে করে বউ হিসেবে মর্যাদা দিলে তো সমস্যা, তাইনা? বউয়ের ভরণ- পোষণ, পারিবারিক- সামাজিক মর্যাদা তো দিতে হবে। তারচেয়ে বেশ্যা বানিয়ে রেখে দিলেই তো লাভ সব দিক দিয়েই তাই নয় কি? যদি তারা এই দেশকে তাদের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা দেয় তাহলে এই দেশের ১৬ কোটি মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, চাকরি, বাসস্থান ইত্যাদির দায় দায়িত্ব নিতে হবে তাদের। এই ভুল তারা জীবনেও করবে না। তারচাইতে নানা ভাবে এখানকার সম্পদ শোষণ কর আর এখানকার বিপুল পরিমাণ মুসলিমকে নানাভাবে কোনঠাসা করে রাখ, মুসলিমদেরকে নানাভাবে বিভক্ত করে রাখ,তাদের কে এক বিবেক বুদ্ধি, বোধশক্তিহীন এক নির্বোধ বেকুব, আত্মমর্যাদাহীন,জাতীয়তাবাদের ভয়াল গ্রাসে আচ্ছন্ন, নিজস্বপরিচয়- স্বকীয়তা বর্জিত জাতিতে পরিণত কর যেন তারা কখনই মাথা উঁচু করে না দাঁড়াতে পারে! আর তারা সফল! ১০০০০% সফল!!!! আফসোস!! এই দেশের মুসলিমরা বর্তমানে উপরে উল্লেখিত প্রত্যেকটি বিশেষণে ভূষিত। তারপরেও এরা ঘুমিয়ে আছে!!!!! আফসোস!! ইহুদি, খ্রিষ্টান আর হিন্দু মুশরিকরা কখনই মুসলিমদের ভাল চায়নিআর চাবেও না। মুসলিমদের কে সব দিকদিয়ে শেষ করে দেওয়াই তাদের চূড়ান্ত লক্ষ্য। যাই হোক পরিশেষে ৭১ এ পাকিস্তান ভাগ হওয়ার পর ভারতের তৎকালীন শাসক ইন্দিরা গান্ধী সংসদেদাঁড়িয়ে কি বলেছিলেন এটা বলে শেষ করছি। তিনি কি বলেছিলেন জানেন? অত্যন্ত গর্ব আর অহংকার করে বলছিলেন-" এক হাজার সাল কা বদলা লে লিয়া"!!!! অর্থাৎ, বিগত এক হাজার বছরের প্রতিশোধ নিয়ে নিলাম! যাই হোক, ভাল থাকুন। জানি, এগুলি বলে লাভ নেই, খামাকা সময় নষ্ট করে লিখি!! এই আশায়, যদি মুসলিম জাতি ভুল বুঝতে পারে, যদি তার আসল শত্রু আর আসল বন্ধুদের চিনতে পারে,আবারো মাথা উঁচু করে দাঁড়াতে পারে, যদি আবারো সেই সোনালী যুগ ফিরিয়ে আনতে সক্ষম হয় যে যুগে পুরো অর্ধ পৃথিবীর বেশি তাদের পদভারে কম্পিত করেছিল এই মুসলিম জাতি!!!!!
বিষয়: সাহিত্য
১০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন