কিছু সত্য কথা .......
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ৩০ নভেম্বর, ২০১৩, ০৫:৫৫:৫৩ বিকাল
যে জাতির পিতামাতারা তাদের সন্তানদের পুলিশি হয়রানির ভয়ে দাড়ি কাটতে বলে, সে সন্তানেরা কীভাবে কুফফার বাহিনীর ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়বে? যে সন্তানদের ঘুম পাড়ানো হয় বিড়ালের ভয় দেখিয়ে, তারা সিংহের মোকাবিলার সাহস পাবে কোত্থেকে? যে জাতির তরুণেরা মানুষ পুড়িয়ে মারার আন্দোলনের তারিখ শুনে উদ্বেল হয়ে স্ট্যাটাস প্রসব করে, তারা কীভাবে মুসলিম ভাইয়ের রক্তের বদলা নেবে? যে জাতির তরুণেরা পর্নস্টারের মোহে বুঁদ হয়ে থাকে, তারা কীভাবে মুসলিম বোনের সতীত্ব রক্ষায় ঝাঁপিয়ে পড়বে? যে জাতি জাতীয়তাবাদের দোহাই দিয়ে পাকিস্তানিদের ঘৃণা করতে শেখে, তারা কীভাবে একজন "বিদেশী" রাসূলকে ভালোবাসতে শিখবে? দেখুন আমি-আপনি চাই বা না চাই, ইসলাম বিজয়ী হবেই। সে বিজয়ে আমার অবদান কতটুকু ছিল, ইয়াওমুল কিয়ামাহ এ সেটাই দেখা হবে। ইরাক-মিশর-সিরিয়ায় দ্বীনের সৈনিকেরা যখন ফাঁসিকাষ্ঠে দাঁড়িয়ে আল্লাহ্র একত্ববাদ ঘোষণা করছিল আমি তখন বাকের ভাইয়ের ফাঁসি ঠেকাতে আন্দোলন করছিলাম-অমনটা হলে পার পাওয়া যাবে না।
হেলো.... প্রধানমন্ত্রি,
আপনি যতই শক্তিশালী হোন না কেন, আপনার পালন কর্তা কিন্তু আপনাকে ধ্বংস করে দিতে ১ পিলি সেকেণ্ড সময় ও লাগবে না !
ফেরাউন কিন্তু আপনার চাইতে অনেক অনকে অনেক শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী শাসক ছিল ! কিন্তু, আল্লাহ চির বর্তমান
সাজা দিয়ে রেখেছেন !
ফেরাউনের ও অনেক সমর্থক ছিল, তাই হাসিনার সমর্থক থাকাটা অস্বাভাবিক কি ?
*** তবে প্রকৃত ঈমানদারেরা হাসিনাকে ঘৃনা করে ।
বিষয়: রাজনীতি
১০৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন