25 তারিখে দেশ বিক্রি হয়ে যাচ্ছে , জানেন তো?

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২২ নভেম্বর, ২০১৩, ০৬:৩৭:৪৫ সন্ধ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল, বিএনপি বা ইউনুস ক্ষমতায় আসুক আর ইন্ডিয়া চেয়েছিল আওয়ামী লীগ আসুক।

কিন্তু বা্লাদেশের ক্ষেত্রে 'র' এর সাথে সিআইএ কুলিয়ে উঠতে না পারায় আওয়ামী লীগ আসবে বলে র--সিআইএ সমযতা হয়ে গেছে।

তবে শর্ত: শুধু ইন্ডিয়া নয় মার্কিন দস্যুদেরও শর্ত পূরণ করতে হবে আওয়ামী লীগ সরকারকে।

তাই গত এগারো বছর দেশ বিরোধী "টিকফা"চুক্তির প্রস্তাব বার বার ফিরিয়ে দেওয়া হলেও চলতি মাসের শুরুতেই যখন মার্কিনিরা পুন:প্রস্তাব দেয়, তখন লুফে নেয় সরকার।

তাড়াহুড়ো করেই আগামী 25 নভেম্বর সই হতে যাচ্ছে রাস্ট্রবিরোধী এ চুক্তি।

এ চুক্তি হলে কি হবে: আত্মঘাতী এ চুক্তি সাক্ষরিত হলে দস্যু মার্কিনদের কাছে জিম্মি হয়ে যাবে আমাদের অর্থনীতি।

এ চুক্তি পালনার্তে কতিথ বিনিয়োগের নামে আমাদের জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ, বন্দর, টেলিযোগাযোগ, শিক্ষা, সাস্থ্য, পরিবহন ইত্যাদি সেক্টরে মার্কিনদের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

চুক্তিটি সাক্ষরিত হলে দেশের সেবখাত সমূহ রাস্ট্রিয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে মার্কিন বহুজাতিক কম্পানির দখলে চলে যাবে। এতে করে দেশীয় কম্পানীগুলোকে পথে বসতে হবে। আর সেবাখাত নিয়ন্ত্রণে নিয়ে অবাধ মুনাফা অর্জনের জন্য বিদেশী কম্পানীগুলো সেবা ও পণ্যের দাম অত্যাধিক বাড়াবে। তখন টেলিযোগাযোগ, বিদ্যুৎ,গ্যাস, পানি, চিকিৎসা, শিক্ষা, বন্দর ইত্যাদির ব্যবহার মূল্য বহুগুণ বেড়ে যাবে। ফলে এ দেশের দরিদ্র জনগোষ্ঠীর নাগরিক সুবিধা পাওয়ার অধিকার ভূলূন্ঠিত হবে। আর লুটেরা মার্কিনিরা আমাদের লুটেপুটে তাদের পকেট ভারি করবে।

অবিলম্বে দেশের সুবিধা বিরোধী আত্মঘাতী এ চুক্তি বাতিল করতে হবে। এটাই সমস্ত জনগণের দাবি।

বিষয়: বিবিধ

২০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File