!!!তল্লাশি চক্র থেকে সাবধান!!!

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১২ নভেম্বর, ২০১৩, ০৩:০৪:২৯ দুপুর

রাজধানীতে একটি অপরাধ চক্র বের হইছে, যারা পুলিশের বেশে থাকে এবং মাইক্রোবাসে করে ঘুরে বেড়ায় । তাদের হাতে ওয়াকিটকি এবং লাঠি ও থাকে। তারা রাস্তায় অটোরিক্সা,সিএনজি, টেক্সি ..... তল্লাশির নামে আটকিয়ে যাত্রী কে তুলে নেয় তাদের গাড়িতে। অতঃপর পাওয়া যায় তাদের লাশ অথবা তাদের পরিবারের কাছে মুক্তি পণ দাবি করে। আর তাদের কাছ থেকে জান নিয়ে ফিরে আসা সুভাগ্যের ব্যাপার। এ নিয়ে রাজধানীর পুলিশ খুব উদ্বিগ্ন। নাহিদ নামের এক লোককে এভাবে অপহরণ করার পর তাকে পাওয়া যায় খুব খারাপ অবস্থায় । তার উপর খুব নির্যাতন করা হয়। তিনি বলেন, আমি এখনো বুঝতে পারছি না ওরা পুলিশ নাকি অপরাধি? তাই সাবধান ....সবাই একটু সাবধানে চলাফেরা করবেন।

(নিউজ টুয়ান্টিফোর ডট কম)

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File