ইসরাইল ও মুসলিম বিশ্ব, এবং আমাদের করণীয়.......!
লিখেছেন লিখেছেন মেজর রিফাত ১২ জুলাই, ২০১৪, ০১:১৫:৪৯ রাত
ইসরাইল ও মুসলিম বিশ্ব!!!
একটি ব্যাঙ কে যদি একটি পানি ভর্তি পাত্রে রেখে তাপ দেওয়া হয় , ব্যাঙ লাফ দিয়ে বেড়িয়ে আসে না। কারন এর চেয়েও উন্নত ও আরামদায়ক উপায় তার জানা আছে। সে তার শরীরের তাপমাত্রা কমিয়ে আনে। পাত্রের পানি যতই গরম হয় ব্যাঙ ততই শরীরের তাপমাত্রা কমিয়ে আনে। কিন্তু এক সময় পাত্রের পানি এতই গরম হয় তখন আর দেহের তাপমাত্রা কমিয়ে আনা সম্ভব হয় না। যার ফলে সে চিন্তা করে লাফ দিয়ে বেড়িয়ে আসবে। কিন্তু সে লাফ দিতে পারে না। কারন সে ইতোমধ্যে দেহের সব শক্তি দেহের তাপমাত্রা কমাতে ব্যায় করেছে।
আজ মুসলিম তথা আরব দেশগুলোর একই অবস্থা। তারা লাফ না দিয়ে দেহের তাপ কমিয়ে আরামের ব্যাবস্থা করেছে। যার ফলাফল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর।
এ পর্যন্ত ইসরায়েলের সাথে আরবলীগের তিনবার যুদ্ধ হয়। তিনবার ই শোচনীয় পরাজয় বরন করতে হয় আরব লীগের।
এর ফলে আরবলীগ নিষ্ক্রিয় হয়ে পড়ে।
এই যুদ্ধ গুলো পরাজয়ের একমাত্র কারন ছিলো আরব দেশগুলোর সর্বশক্তি প্রয়োগ না করা।
কিন্তু এর মানে কি ইসরায়েল নিষ্ক্রিয় ছিল? না। ইসরায়েল এখন আরও শক্তিশালী।
হতাশার দিক হল, আরব দেশগুলো এখনও দুর্বল।
তবে মুসলিম বিশ্ব যদি একত্রিত ভাবে চেষ্টা করে ২৪ ঘন্টার মধ্যে বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্র মুছে ফেলা সম্ভব।
তাই আজ মজলুম ফিলিস্তিনিদের বাচাতে OIC সম্মেলন করা হোক। OIC মুসলিম নিরাপত্তা পরিষদ গঠন করা আজ সময়ের দাবি। নতুবা, শুধু ফিলিস্তিন নয়, অদূর ভবিষ্যতে হয়ত ইন্ডিয়া দ্বারা বাংলাদেশ! আর অন্যান্য অমুসলিম জায়ান্ট দ্বারা আমাদের অন্যান্য মুসলিম দেশগুলো নির্যাতিত হতে পারে।
তাই আজ আমাদের কুরআনের আহবানে সারা দিয়ে!
মজলুমদের সাহায্য করতে হবে। নতুবা আল্লাহ তার করা ওয়াদা মাফিক আমাদের উপর অন্য জাতি চাপিয়ে দেবেন। আমাদের করে দেবেন পরাধীন।
আল্লাহ আমাদের মুসলমানদের হেফাজত করুন। আমিন।
বিষয়: আন্তর্জাতিক
১১৯৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুমমম!! মুসলমানরা **লছিড়ে আঁটি বাঁধবে? ১৯৫৪, ১৯৬৭, ১৯৭৩ এ মুসলমানরা একজোট হয়েই এসেছিল। কি ছিঁড়তে পেরেছে।
মন্তব্য করতে লগইন করুন