একটি কৌতুক ও বাস্তবতা
লিখেছেন লিখেছেন মেজর রিফাত ১৮ ডিসেম্বর, ২০১৩, ১০:৪৬:১৯ সকাল
এক গ্রামে এক বিখ্যাত দুর্ধুষ ডাকাত ছিল। মানুষের বাড়ি বাড়ি ডাকাতি করে বেশ নাম কামিয়ে ছিল।ডাকাতের দুটি ছেলে ছিল। মৃত্যুর কালে ডাকাতটি তার দুটি সন্তানকে বলে গেল তারা যেন বাপের মত ডাকাতি না করে, এমন কিছু করে যেন সবাই তাদের বাপকে ভাল বলে। তো ছেলে দুজন ভালো কাজ করতে লাগল, সবাই বলতে লাগল আহা বাপ কি খারাপ ছিল আর ছেলে দুইটা কি ভালো! ছেলে দেখল বাপরে সব খারাপ বলতেছে।ছেলে দুইটা এবার ডাকাতি শুরু করল এবং প্রতিটা ডাকাতি শেষে ঘরবাড়ি পুড়িয়ে দিতে লাগল।সবাই বলাবলি করতে লাগল আহা বাপই ভাল ছিল শুধু ডাকাতি করত!
বর্তমানে আমাদের সরকার প্রধানও দুটি ছেলের মত। আর বাপ কে বুইঝা লন। বাপ রক্ষী বাহিনী দিতে খুন করাতো আর তার মেয়ে র্যাব পুলিশ বিজিবি দিয়ে খুনের সাথে সাথে বুলডোজার দিয়ে নাকি ঘরবাড়ি গুড়িয়ে দিচ্ছে। ফেনী, নোয়াখালী, সাতক্ষীরা, লক্ষীপুর এসব এলাকার অবস্থা ভয়াবহ।
“আহা, বাপটাই ভালো ছিল।”
বিষয়: রাজনীতি
১১৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন