বিচার নাকি প্রহসন
লিখেছেন লিখেছেন মেজর রিফাত ০৫ নভেম্বর, ২০১৩, ০৫:১০:৫০ বিকাল
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার,
বুকের ব্যাথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার...
কতো বেঠা বুকে চাপালে থাকে বলি আমি ধৈর্য,
নির্মমতা কতো দূর হলে জাতি হবে নির্লজ্জ !
কতটুকু অস্রু গড়ালে হয়
হৃদয় জলে সিক্ত?
কতো প্রদীপ শিখা জ্বালালে হলে
হৃদয় আলয় দীপ্ত?
বিডিআর বিদ্রোহে আমার কোনও আত্মীয়, বন্ধু তো দূরে থাক পরিচিত কেও পর্যন্ত মারা যায় নিই।
তবু কেন জানি বাংলাদেশ সেনা বাহিনির প্রতি হৃদয়ের গভীর থেকে একটা আলাদা টান অনুভব করি।
বিদ্রোহের ভিডিও গুলো দেখলে নিজের অজান্তেই অস্রু গড়াতে থাকে।
কি অপরাধ ছিলও তাদের?
যে কারণে এত নির্মম মৃত্যু বরণ করতে হল?
কে দেবে আমার প্রশ্নের উত্তর?
জানি যাদের কাছে প্রত্যাশা করিতেছি তারা কেও দিবেনা !
তাই নিজেই জানতে চেষ্ঠা করলাম এই বিষয়ে জানতে,
পেয়েও গেলাম আমার যৌক্তিক প্রশ্নের যৌক্তিক উত্তর !
কি ঘটেছিল সেদিন?
কেনইবা ঘটেছিল?
কারা ঘটাল?
কার স্বার্থে?
কার নির্দেশে?
কার সাহায্যে?
কার প্রশ্রয়ে?
তারপরও বিচারের নামে প্রহসনের শেষ দৃশ্যটা দেখার অপেক্ষায় ছিলাম এবং যা ভেবছিলাম সেটাই দেখতে পেলাম।
পরিশেষে বলতে চাই যে সব রাঘব বোয়ালরা এ নির্মম হত্যা ক্যান্ড ঘটিয়েছে ইহকালে পার পেয়ে গেলেও পরকালে পার পাবে কিভাবে?
পরকালে বিশ্বাসী মুসলমান হিসাবে বিশ্বাস করি ১দিন তাদের বিচার হবেই।
হে আল্লাহ এদের শাস্তি যেন আরো নির্মম ভাবে হয়।
আমীন
বিষয়: বিবিধ
১৩৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন