রাজনীতির লজ্জাহীন রীতী
লিখেছেন লিখেছেন মেজর রিফাত ০৫ নভেম্বর, ২০১৩, ০১:৩৩:২২ রাত
বর্তমানে রাজনীতির অস্থিতিশীল পরিস্থিতিতে আপনাদের কারো কারো মন ২০ লাখ বাচ্চার পড়াশুনার ক্ষতির জন্য কাঁদে কিন্তু কারো মন তো আমাদের অথ্যাৎ ছয় লাখ diploma Engineer'দের ভবিষ্যতের জন্য কাঁদে না।
আপনারা রাজনীতিবিদরা কেউ কেউ দেশের অগ্রগতি দুচিন্তা ঘুমাতে পারেন না, অন্যদিকে দেশ গড়ার কারিগরদের জন্য কেউ তো দুই মিনিট সময় ব্যয় করতে পারেন না।
কিন্তু গদিতে বসে থাকতে আপনাদের কারো মনে ব্যথা লাগে না বরং এটা অনেক আরামের, চিন্তার উর্ধ্বে।
আচ্ছা আমাদের কথা নাহয় বাদ'ই দিলাম-
কিন্তু আপনারা এতই যখন জনদরদি, এতই দেশপ্রেমিক তাহলে গদিটা ছেড়ে,
সহিংসতার পথ ফেলে জনগনের পাশে এসে দাঁড়ান। আজ আপনার মেয়াদ শেষ হয়েছে, কাল উনার হবে!
সংবিধান, আদালত, আইন, বিচার, সংসদ দেখিয়ে লাভটা কি???
আজ আপনি দেখাচ্ছেন আগামীকাল উনি আপনাকে দেখাবেন।
আপনি অথবা আপনারা কেউই রাজনীতির ময়দানে নতুন খেলোয়াড় নন
আপনারা সবাই প্রাজ্ঞ, বিজ্ঞ কিন্তু কেন যেন বুঝতে পারিনা আপনারা সবাই একই ব্যাপারে অজ্ঞের মতো কাজ করেন!!
প্রায় বিশ বছর আগে যে কাজ জনগনের কাজ থেকে ঘৃণা অর্জন করেছে আজ প্রায় দুই দশক পরেও কেন আপনি অথবা আপনারা একই পদাঙ্ক অনুসরণ করে একই কাজ করতে চাইতেছেন???
আপনি অথবা আপনারা আপনাদের অতীতকে ভুলে যাবেন না। জনগণই আপনাদের কার্যকলাপের মূল্যায়ন করবে। দয়া করে জনগণের মতামতকে উপেক্ষা করতে যাবেন না।
বিষয়: রাজনীতি
১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন