বইয়ের সাথে পিরীত থাকিলেই তারে জ্ঞানী কয়না, আকল-জ্ঞান দুইটাই থাকিতে হয়।
লিখেছেন লিখেছেন বেআক্কেল ১৩ ডিসেম্বর, ২০১৪, ১১:০৬:৫৯ সকাল
উপরের ছবিটি দেখিলেই বুঝিতে পারিবেন, এই বই বিক্রেতা অন্যরে জ্ঞান দিবার জন্য বই বেচে। লেকিন তার কুন জ্ঞান নাই! এমন কি কুন কাণ্ডজ্ঞান ও নাই। সে নিজেই জানেনা,
কুন বই সেরা,
কুন বই নোংরা,
কুন বই নিচে রাখিবে,
কুন বই উপরে রাখিবে,
কুন বই কম দামে বেচিবে,
কুন বই কখনও বেচিবে না,
পেটের দায়ে কেউ বই বেচিতে পারে, তয় এই ধরনের ব্যক্তি থেইকা কুন দিন বই কিনা উচিত না। যেভাবে বাজারের টয়লেটের পাশে চায়ের দোকান থাকিলে তার দোকান থেইকা কেউ চা খাইবার চায় না।
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই এই রকম বেয়াক্কেল বই এর ব্যবসায়ির ই লাভ বেশি হয়।
আপনার কাছে দেখা যাচ্ছে বইয়ের অস্থির এক কালেকশন
লেখা পড়ে মনে হয় আপনি দুনিয়ার টেডন!
মন্তব্য করতে লগইন করুন