বইয়ের সাথে পিরীত থাকিলেই তারে জ্ঞানী কয়না, আকল-জ্ঞান দুইটাই থাকিতে হয়।

লিখেছেন লিখেছেন বেআক্কেল ১৩ ডিসেম্বর, ২০১৪, ১১:০৬:৫৯ সকাল



উপরের ছবিটি দেখিলেই বুঝিতে পারিবেন, এই বই বিক্রেতা অন্যরে জ্ঞান দিবার জন্য বই বেচে। লেকিন তার কুন জ্ঞান নাই! এমন কি কুন কাণ্ডজ্ঞান ও নাই। সে নিজেই জানেনা,

কুন বই সেরা,

কুন বই নোংরা,

কুন বই নিচে রাখিবে,

কুন বই উপরে রাখিবে,

কুন বই কম দামে বেচিবে,

কুন বই কখনও বেচিবে না,


পেটের দায়ে কেউ বই বেচিতে পারে, তয় এই ধরনের ব্যক্তি থেইকা কুন দিন বই কিনা উচিত না। যেভাবে বাজারের টয়লেটের পাশে চায়ের দোকান থাকিলে তার দোকান থেইকা কেউ চা খাইবার চায় না।

বিষয়: বিবিধ

১৩১১ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293858
১৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২০
লজিকাল ভাইছা লিখেছেন : ১০০% Right. অনেক ধন্যবাদ বেআক্কেল ভাই।
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
237535
বেআক্কেল লিখেছেন : থ্যাঙ্কু ভাইছা।
293863
১৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ঠিক বুলেছেন!
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
237536
বেআক্কেল লিখেছেন : থ্যাঙ্কু
293864
১৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : টয়লের পাশের চায়ের দোকান থেকে আক্কেলজ্ঞান ও কান্ডজ্ঞানওয়ালা কোন মানুষ চা পান না করলেও সমস্যা নেই। ওখানে ডাস্টবিনের নোংরা-আবর্জনা ও গার্বেজ সংগ্রহকারী কিছু মশা মাছি আছে চা-নাস্তা খাওয়ার জন্য। ওসব মশা-মাছিরাই যথেষ্ট খদ্দের হিসেবে। সমস্যা হলো মশা-মাছিগুলোকে মাঝে মধ্যে চিনতে সমস্যা হয়। কারণ এসব মশা-মাছি কোন কোন সময় মানুষের আকৃতি ধারণ করে গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করে।
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৪
237537
বেআক্কেল লিখেছেন : হে, হে, হে ঠিকই ধরছেন।
293871
১৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আক্কেল থাকিলে এই দেশে কেউ বসবাস করিবেনা।
তাই এই রকম বেয়াক্কেল বই এর ব্যবসায়ির ই লাভ বেশি হয়।
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৫
237538
বেআক্কেল লিখেছেন : কেন! আমামীলীগের ছাওল পাওলেরা বসবাস করিছে না।
293873
১৩ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩৯
হতভাগা লিখেছেন : বই কিনে কেউ কখনও দেউলিয়া হয় না

আপনার কাছে দেখা যাচ্ছে বইয়ের অস্থির এক কালেকশন
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৫
237539
বেআক্কেল লিখেছেন : বেজায় অস্থির কালেকশন
293883
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪৫
ভিশু লিখেছেন : আমার তো মনে হচ্ছে এখানে ২টি ছবি এক করা হয়েছে। একই দোকানে এভাবে বই রাখা হতে পারে?!
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৭
237540
বেআক্কেল লিখেছেন : আমি বেআক্কেল বইলা আমনেও বেআক্কেল হইতেছেন কুন আক্কেল, এইটা রাস্তার পাশ থেইকা তোলা ছবি। কিছু বই মাদুরের উপ্রে চ্যাপটা কইরা, কিছু বই গাদাগাদি, ভাল কইরা দেইখা লন তো দেহি
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১০
237542
লজিকাল ভাইছা লিখেছেন : ভাই, নীলখেত যান দেখতে পাবেন। আরো পাবেন ফারমগেটে, গুলিসথানে।
293904
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১২
আমজনতার কথা লিখেছেন : শিরোনামটি সেরকম হয়েছে। Thumbs Up Thumbs Up Thumbs Up
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
237541
বেআক্কেল লিখেছেন : হবেই তো, বে আক্কেলের বুদ্ধি না!
293920
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৪
আব্দুল গাফফার লিখেছেন : সেইরাম একখান শিরোনাম হইছে। অনেক ধন্যবাদ
294569
১৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৩
কুশপুতুল লিখেছেন : আপনি কি অরিজিন্যাল বেআক্কেল?
লেখা পড়ে মনে হয় আপনি দুনিয়ার টেডন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File