ডিসেম্বর মাসের মুক্তিযুদ্ধের মৌসুমী উত্তাপ ধারন করিতে ব্লগে আইসা পড়ছি! আমনেরা ভালা আছেন তো?

লিখেছেন লিখেছেন বেআক্কেল ১০ ডিসেম্বর, ২০১৪, ১২:০১:৫৩ দুপুর



উপ্রে যার ছবি খানা দেখছেন তিনি আমার দাদা ভাই, আমারি উ্র্ধতন পূর্ব পুরুষ। আমি ওনারে অনুসরণ করিতে যাইয়া আজকের নন-সেন্স ওরফে বে-আক্কেল হইয়া গেছি...........

বহু দিন ধইরা কাহারো উত্তর দেবার সুযোগ ঘটে নাই, ব্লগে পড়িতে আসিলেও ঢুকিতাম না। আমাদের ব্লগিয় আলেম, প্রাচীন শিবির নেতা মেরিকা প্রবাসী ফখরুল সাহেব পোষ্ট দিলে মন্তব্য করিতে ঢুকিতাম। তিনিও আমারে ব্যান মাইরা তাঁর পোষ্ট গুলারে নিরাপদ ঝক ঝকে, তক তকে, ছাপ ছুতুর কইরা রাইখছে।

আইজকে ধান্ধাবাজ 'শু-শীল' রায়হান রহমান ইসলামে বর্বরতা (নারী-অধ্যায়) নামে একখান পোষ্ট পোষ্টাইছেন। আমি উত্তর দেতে লগইন করিলাম।

একই দিন আধা ঘন্টার ব্যবধানে চেষ্টা করিয়া আরেকটি নতুন পোষ্ট দিছেন, আমাদের ইসলাম এবং একজন সনি লিওন..... শিরোনামে আরেক শাহবাগী 'শু-শীলা' মুক্তিযুদ্ধের কন্যা..............।

তাহাদের উত্তর দেতে লগ ইন হইলাম, যথাযত উত্তর দিলাম।

জানিনা কখন ব্যান খাইয়া বসি। তাই ভাবিলাম সবার সাথে সালাম দোয়া কইরা যাই। উপরের ওই গুনী ব্যক্তির বিগত কিছু দিন গরহাজিরা ছিল।

ভাদ্র মাসে শারমেয় দের নাকি যৌবন কাল আসে তাই উৎপীড়ন দেখা যায়।

এনাদের যৌবন কাল আসে ডিসেম্বর আর মার্চ মাসে। তাই বুঝা যাইতেছে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তাহারা থাকিবে, চেষ্টা করিব আমিও থাকার জন্য।

আমনেরা আপাতত ডিসেম্বর মাসের মুক্তিযুদ্ধের মৌসুমী উত্তাপ বুকে ধারন কইরা খাড়াইয়া থাকেন, আমি আপাতত পস্থান হইলাম।

বিষয়: বিবিধ

১৪১৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292977
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫১
লজিকাল ভাইছা লিখেছেন : Well Come Back Rose Rose Rose Rose Rose
ভাই আপনাকে অনেক অনেক মিস করলাম এতদিন।
আপনার লেখা পড়ে, আমি পুরাই বেআক্কেল হইয়া গেলাম!!!!
প্রাচীন শিবির নেতা মেরিকা প্রবাসী ফখরুল সাহেব কে একটা হালকার উপর জাফসা দেওয়ার পর অনেক দিন Blog এ দেখিনাই। ভাই উনার লেখা গুলো আমার কাছে Jokes বলে মনেহয়!!!!
কি কমু মুরগি কইন্যা এবং দেবদাসের নটি নাতি 'শু-শীল' রায়হান রহমান এর কথা!!!!! দুটাই ডারুইনের বাচছা !! এদের দেখলে শুধু মুখদিয়ে খারাপ কথা বাইর হয়।
যাক আমনে যখন আইয়া পরছেন, তখন একটা কিছুতো হবে।

292985
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৯
দ্য স্লেভ লিখেছেন : জনাব আছেন কেমন ?/ আপনার ধৃত সেই হাইব্রিড মুরগীর কি খবর??? দেশের অবস্থা যাইহোক না কেন সুশীলদের অবস্থা সর্বদা তেলতেলে.....তাই ওদেরকে ধরার চেষ্টা না করাই ভাল,পিছলে যাবে..
292986
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Well Come Back Rose Rose Rose Rose

আপনাকে মিস করি। আপনি কুকুরদের ভাল মুগুর দিতে পারেন। Angel
292989
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১৭
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : পিলাচ
পিলাচ
পিলাচ
পিলাচ
পিলাচ
292993
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৫
আল সাঈদ লিখেছেন : স্বাগতম
292999
১০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সময় মতো আসলেই হয়! হাহাহহাহা
293034
১০ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই নেীকার পন্ডিত দুইটাকে যতই আক্কল বৃদ্ধির চেষ্টা করেন কিছুতেই তাদের কিছু হবেনা।
293066
১০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আমনের মতন বেআক্কেলরা না থাইকলে কি আর গ্যাঞ্জাম লাগানো যায়? ডেসাম্ভর মাস শুরু অইছে আইজ মেলাদিন অইলো, মাগার হুতুম পেচাগো আনাগোনা অহনো শুরু অয় নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File