বহুদিন পরে একখান পোষ্ট ষ্টিকি হইছে! কনগ্রাচুলেশন!! এবং, অতঃপর

লিখেছেন লিখেছেন বেআক্কেল ১৩ নভেম্বর, ২০১৪, ১০:৫৯:২৪ সকাল



বহুদিন পরে একখান পোষ্ট ষ্টিকি হইছে দেখিয়া চোখে চরকগাছ দেখলাম। তাড়াহুড়া করিয়া ঢুঁ-মারিয়া ঢুইকা পড়লাম। দুঃখ লাগিল একজন ব্লোগার আহত হইছে! আবার আনন্দ লাগিল এই জন্য যে, আমি নিজে নিজে ভাবিতাম কুন ব্লোগার মইরা গেলেও হয়ত এই ব্লোগের কেউ কুনদিন জানিতে পারিবে না। সেই চিন্তাটা ঘুচিয়া গেল। আইজ সেই দুঃখ নাই এখনও কেননা ব্লগার মরিলে পোষ্ট তে ষ্টিকি হইবেন যেহেতু আহত হইবার জন্য পোষ্ট ষ্টিকি হইছে।

আমার কথা অন্যখানে, উপরের খবরটি পড়িয়া কিভাবে বুঝিব আওন রাহবার কিভাবে আহত হইয়াছে? কুথায় আহত হইয়াছে? কেন আহত হইয়াছে? আহত হইবার পরিমান টা কেমন? তিনি এখন কুন অবস্থায় আছে? কুন তথ্য নাই, দোয়া চাওয়া হইল আমিও দোয়া কইরাছি কিন্তু এই সংক্ষিপ্ত একটি কথার উপর নির্ভর করিয়া সাডেন্টলি এক পোষ্ট ষ্টিকি হইয়া গেল, আমার মত বেআক্কেল মানুষ তাজ্জব না হইয়া পারিল না!

কত গুনী ব্লগারের লিখা অতলে হারিয়া গেল! কত নামি ব্লগার লেখা বন্দ করিয়া চলিয়া গেল! কত জ্ঞানী ব্লোগার ফই ফই কইরা চিল্লাইয়া কাহারো ঘুম ভাঙ্গাইতে না পারিয়া নিজেরাই ঘুমের জগতে আত্মহত্যা করিল, তার কুন ইয়ত্ত্যা নাই।

যাউকগ্যা, যেই ভাবেই হউক, যে করেই হোক, যে মানের হইক, যে ধরনের হউক! পোষ্ট ষ্টিকি হওয়া আবারো শুরু হইছে এই আনন্দে সবাইকে কনগ্রাটুলেশন জানাইলাম।

ব্লোগার আওন রাহবার পরিপূর্ন সুস্থ হইয়া আবার আমাদের মাঝে ফিরিয়া আসিবেন দোয়া করছি এবং অতিতের মত এই ব্লোগের সবার জন্য সেরা সেরা পোষ্ট গুলো লিখিয়া আমাদের মত অকাল কুমান্ড ব্লোগারদের রাস্তা দেখাইবেন।

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283825
১৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:০২
বেআক্কেল লিখেছেন : আমি তো বে-আক্কেল বনিয়া গেলাম! ষ্টিকি পোষ্ট দেখিয়া পোষ্ট লিখিলাম পোষ্ট যখন সাবমিট করি দেখি সেই ষ্টিকি পোষ্ট কুথায় হারাইয়া গেল! আমি কি চোখে কম দেখছি, নাকি ভুল করছি, কিছুই তো বুঝবার পারলাম না!!!
১৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৩
226974
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : বেআক্কেল ভাইয়া। আপনি ঠিকই দেখেছিলেন Day Dreaming Day Dreaming পোস্ট স্টিকি হয়েছিলো। Chatterbox Chatterbox হয়তো আপনার অভিযোগ পড়ে মডু মামারা পোস্ট আন-স্টিকি করে দিছে Sad Sad I Don't Want To See I Don't Want To See
283841
১৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সংশ্লিষ্ঠ ব্লগারের অনুমতি না নিয়ে বিস্তারিত বলাটা সমিচীন মনে করিনি, তাই বেশি ডিটেইলস বলা হয়নি পোস্টে। সেটা আমার দুর্বলতা কিংবা আমার দোষ অথবা আমার ভুল বলতে পারেন ভাইয়া -- সেটা আমি স্বীকার করছি।

দুইদিন বেড রেস্ট, ডাক্তারের চিকিৎসা ও উপযুক্ত সেবায় সে এখন অনেকটা সুস্থ হয়েছে। আঘাত পেয়েছিলো পায়ে, রাতে একটা রাস্তায় ছোট্ট দুর্ঘটনায়।

মন থেকে জান্তে চাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। যাজাকাল্লাহু খাইর। Rose Rose আল্লাহ্ আপনাকেও সুস্থ রাখুন সবসময়।

আমার জন্যও দোআ করবেন।
১৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৫
226984
বেআক্কেল লিখেছেন : এই হানে কারো দোষ নাই, চাই সচেতনতা। আমি আমার পোষ্ট দিয়া আমনের পোষ্টে মন্তব্য করিতে যাইয়া হা হইয়া তাকাইয়া দেখি পোষ্ট খানা কুথায় গায়েব হইয়া গেল। আমনে তো পোষ্ট লিখিছেন পোষ্ট লিখায় কুন আপত্তি থাকিবার কথা না। আমার কথা কুথায় নিশ্চয়ই আলবত টের পাইছেন।
283842
১৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কিছু বেক্কল মানুষের কাজই হলো শুধু শুধু সমালোচনা করা। Time Out
১৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৮
226986
বেআক্কেল লিখেছেন : আমনের মনে দুঃখ পাইলে আমারে ক্ষমা করি দিয়েন। সমালোচনা শুনেনা বইলাই তো হাসিনা আর দেশের সবকিছু গোচনা হইয়া গেল। সকল সমালোচনা তো খারাব না, আমনে এই পোষ্টে কি দোষ দেখিলেন যদি কইতেন তাইলে বেআক্কেলে আক্কেল কিছুটা হইলেও ফিরিত।
283849
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
ফখরুল লিখেছেন : কত গুনী ব্লগারের লিখা অতলে হারিয়া গেল! কত নামি ব্লগার লেখা বন্দ করিয়া চলিয়া গেল! কত জ্ঞানী ব্লোগার ফই ফই কইরা চিল্লাইয়া কাহারো ঘুম ভাঙ্গাইতে না পারিয়া নিজেরাই ঘুমের জগতে আত্মহত্যা করিল, তার কুন ইয়ত্ত্যা নাই।

Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
283853
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪০
এস এম আবু নাছের লিখেছেন : কত গুনী ব্লগারের লিখা অতলে হারিয়া গেল! কত নামি ব্লগার লেখা বন্দ করিয়া চলিয়া গেল! কত জ্ঞানী ব্লোগার ফই ফই কইরা চিল্লাইয়া কাহারো ঘুম ভাঙ্গাইতে না পারিয়া নিজেরাই ঘুমের জগতে আত্মহত্যা করিল, তার কুন ইয়ত্ত্যা নাই।
আমিও এ ব্লগে কোন পোষত বহুদিন স্টিকি হতে দেখিনাই। ব্লগারদের প্রেরণা না দিয়ে মডু ভায়ারা যে চুপচাপ কেন তাও বুঝিনা। মাঝে মাঝে দেখি প্ল্যাজিয়ারিজমের দায়যুক্ত পোষ্ট আবার নির্বাচিত পোষ্টের মাঝেও থাকে। এর আগে আমি এ ব্যাপারে লিখেছিলাম কাজ হয়নি। বরং সে পোষ্ট নির্বাচিত পোষ্টের একদম প্রথমে ছিল বেশ কয়দিন।

মডু ভায়াদের যা ইচ্ছা!!!
283883
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০০
প্রেসিডেন্ট লিখেছেন : কত গুনী ব্লগারের লিখা অতলে হারিয়া গেল! কত নামি ব্লগার লেখা বন্দ করিয়া চলিয়া গেল! কত জ্ঞানী ব্লোগার ফই ফই কইরা চিল্লাইয়া কাহারো ঘুম ভাঙ্গাইতে না পারিয়া নিজেরাই ঘুমের জগতে আত্মহত্যা করিল, তার কুন ইয়ত্ত্যা নাই। Bee Bee Cheer Cheer Cook Cook Hot Hot Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
283899
১৩ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩০
মামুন লিখেছেন : ব্লোগার আওন রাহবার পরিপূর্ন সুস্থ হইয়া আবার আমাদের মাঝে ফিরিয়া আসিবেন দোয়া করছি এবং অতিতের মত এই ব্লোগের সবার জন্য সেরা সেরা পোষ্ট গুলো লিখিয়া আমাদের মত অকাল কুমান্ড ব্লোগারদের রাস্তা দেখাইবেন। - আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File