বহুদিন পরে একখান পোষ্ট ষ্টিকি হইছে! কনগ্রাচুলেশন!! এবং, অতঃপর
লিখেছেন লিখেছেন বেআক্কেল ১৩ নভেম্বর, ২০১৪, ১০:৫৯:২৪ সকাল
বহুদিন পরে একখান পোষ্ট ষ্টিকি হইছে দেখিয়া চোখে চরকগাছ দেখলাম। তাড়াহুড়া করিয়া ঢুঁ-মারিয়া ঢুইকা পড়লাম। দুঃখ লাগিল একজন ব্লোগার আহত হইছে! আবার আনন্দ লাগিল এই জন্য যে, আমি নিজে নিজে ভাবিতাম কুন ব্লোগার মইরা গেলেও হয়ত এই ব্লোগের কেউ কুনদিন জানিতে পারিবে না। সেই চিন্তাটা ঘুচিয়া গেল। আইজ সেই দুঃখ নাই এখনও কেননা ব্লগার মরিলে পোষ্ট তে ষ্টিকি হইবেন যেহেতু আহত হইবার জন্য পোষ্ট ষ্টিকি হইছে।
আমার কথা অন্যখানে, উপরের খবরটি পড়িয়া কিভাবে বুঝিব আওন রাহবার কিভাবে আহত হইয়াছে? কুথায় আহত হইয়াছে? কেন আহত হইয়াছে? আহত হইবার পরিমান টা কেমন? তিনি এখন কুন অবস্থায় আছে? কুন তথ্য নাই, দোয়া চাওয়া হইল আমিও দোয়া কইরাছি কিন্তু এই সংক্ষিপ্ত একটি কথার উপর নির্ভর করিয়া সাডেন্টলি এক পোষ্ট ষ্টিকি হইয়া গেল, আমার মত বেআক্কেল মানুষ তাজ্জব না হইয়া পারিল না!
কত গুনী ব্লগারের লিখা অতলে হারিয়া গেল! কত নামি ব্লগার লেখা বন্দ করিয়া চলিয়া গেল! কত জ্ঞানী ব্লোগার ফই ফই কইরা চিল্লাইয়া কাহারো ঘুম ভাঙ্গাইতে না পারিয়া নিজেরাই ঘুমের জগতে আত্মহত্যা করিল, তার কুন ইয়ত্ত্যা নাই।
যাউকগ্যা, যেই ভাবেই হউক, যে করেই হোক, যে মানের হইক, যে ধরনের হউক! পোষ্ট ষ্টিকি হওয়া আবারো শুরু হইছে এই আনন্দে সবাইকে কনগ্রাটুলেশন জানাইলাম।
ব্লোগার আওন রাহবার পরিপূর্ন সুস্থ হইয়া আবার আমাদের মাঝে ফিরিয়া আসিবেন দোয়া করছি এবং অতিতের মত এই ব্লোগের সবার জন্য সেরা সেরা পোষ্ট গুলো লিখিয়া আমাদের মত অকাল কুমান্ড ব্লোগারদের রাস্তা দেখাইবেন।
বিষয়: বিবিধ
১৩৭৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুইদিন বেড রেস্ট, ডাক্তারের চিকিৎসা ও উপযুক্ত সেবায় সে এখন অনেকটা সুস্থ হয়েছে। আঘাত পেয়েছিলো পায়ে, রাতে একটা রাস্তায় ছোট্ট দুর্ঘটনায়।
মন থেকে জান্তে চাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। যাজাকাল্লাহু খাইর। আল্লাহ্ আপনাকেও সুস্থ রাখুন সবসময়।
আমার জন্যও দোআ করবেন।
আমিও এ ব্লগে কোন পোষত বহুদিন স্টিকি হতে দেখিনাই। ব্লগারদের প্রেরণা না দিয়ে মডু ভায়ারা যে চুপচাপ কেন তাও বুঝিনা। মাঝে মাঝে দেখি প্ল্যাজিয়ারিজমের দায়যুক্ত পোষ্ট আবার নির্বাচিত পোষ্টের মাঝেও থাকে। এর আগে আমি এ ব্যাপারে লিখেছিলাম কাজ হয়নি। বরং সে পোষ্ট নির্বাচিত পোষ্টের একদম প্রথমে ছিল বেশ কয়দিন।
মডু ভায়াদের যা ইচ্ছা!!!
মন্তব্য করতে লগইন করুন