আজ তাঁহার 'মহাপ্রয়ান-ডে', যিনি দুইশত বছর পরে অক্ষর দেবতা হইয়া ধরায় আবির্ভুত হইবেন।

লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৬ আগস্ট, ২০১৪, ১১:৪৯:০১ সকাল



আজ ২২শে শ্রাবণ, তাঁহার মহাপ্রয়ান দিবস। আগামী দুইশত বছর পর হিন্দুরা কহিবে, 'কলিকালের মধ্যাহ্নে কলিকাতায় লম্বা দাড়ি ওয়ালা এক দেবতার পুর্নজন্ম হইয়াছিল। পূর্ব জনমে গরুকে পূজা করিয়া গুরুজীর আশিবার্দ হেতু পরজনমে তিনি কবি রবীন্দ্রনাথ হইয়া ভক্ত কুলের কাছে আসিয়াছিলেন'! বিদ্যা দেবীর স্বরস্বতীর মত, অক্ষর দেবতা রবীন্দ্রনাথ প্রতিটি আষাঢ় মাসের অমবস্যার রাত্রিতে ধরনীতে হাজির হইয়া জগতের নিরক্ষরদের অক্ষরজ্ঞান দান করেন। অক্ষর দেবতা রবীর যথাযত পূজা করিলে জগতে তিনি বরনীয় হইবে, ভগবান তাহার প্রতি কৃপা করিবেন।

বিষয়: বিবিধ

১২৯৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251405
০৬ আগস্ট ২০১৪ দুপুর ১২:২১
চোরাবালি লিখেছেন : ধর্মানুযয়ী মহাবাণী রচনা করিলেন
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:০০
195572
বেআক্কেল লিখেছেন : ধর্মীয় পন্ডিতেরা তো তাই করবে, হে হে হে
251408
০৬ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫২
ইমরান ভাই লিখেছেন : রবিন্দ্রনাথ হিন্দু ধর্ম মানতেন না Big Grin সে নিজেকে হিন্দু মনে করতেন না। অথচ নামধারী হেন্দু গুলো কি গলাবাজিই না করে Big Grin Big Grin
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:০২
195573
বেআক্কেল লিখেছেন : নিন্দুকেরা কয়, মহান কবি নাকি জাতে মাতাল তালে ঠিক! যেদিকে সুনাম সেদিকে চুল আচড়ান, যেদিকে লাভ সেদিকে প্রশংসা গান। এটা আমি বেআক্কেল কথা না, নিন্দুকের কথা।
251415
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : রবিন্দ্রনাথ ঠাকুরের চোখ এক্কান নাকি কানা আছিল? হের লিগ্যা হেতে সব সময় এক চোখা আচারণ কইরতো?
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫০
195627
বেআক্কেল লিখেছেন : হেই কতা সবাই কয়, তয় হের গজলকে কেন জাতীয় সংগীত বানাইল এই কতা বুঝিলাম না।
251436
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৩৯
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমিই রবিন্দ্র ছিলাম । পুনঃজননের নিয়ম রক্ষা করতে গিয়ে আমার নতুন রূপে জম্ম হি হি হি Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:১০
195580
ইমরান ভাই লিখেছেন : Tongue Tongue বলেন কি
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৬
195581
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : বিশ্বাস হয় না? পার্থক্য শুধু আগে দাড়ি ছিল এখন দাডি নাইHappy>- Happy>- Happy>- Happy>-

০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫১
195629
বেআক্কেল লিখেছেন : বুড়ো বয়সে সবাই নাকি রবীন্দ্র হইয়া মরে।
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৭
195666
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমি তো পুনঃজনম রূপে আসতে চাইনি। কিন্তু দুর্গা বলিল সে নাকি ৫ আইসে। স্বরশত্তি বলিল সে অলরেডি ৯ বার আসিল। কালি বলে তার নাকি পৃথিবীতে থেকে যেতেই ইচ্ছা করে। আর কৃষ্ন তো তার মামি রাধাকে খুতেই বার বার পৃথিবীতে আসে। আর আমি কি না আসিতে পারি?Clown Clown Clown
251452
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৩
হতভাগা লিখেছেন : যখন থেকে শুনেছি যে , এই রবীন্দ্রনাথই বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন এবং ঢাবিকে টিটকারী মেরে তার বিপরীতে শান্তি নিকেতন বানিয়েছিলেন - তখন থেকে তার প্রতি যে শ্রদ্ধা ছিল তা সম্পূর্ন উবে গিয়ে তীব্র ঘৃনার সৃষ্টি হয়েছে ।
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৩
195586
কাহাফ লিখেছেন : রবীন্দ্র কে এরপর থেকে ঘ্রণা করা দরকার....................।
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫১
195630
বেআক্কেল লিখেছেন : আঙ্গো দেশে বহু নামের মুসলমান আছে, তাগো কাছে হের গান নাকি, এবাদতের মতন
251478
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৯
একপশলা বৃষ্টি লিখেছেন : "পূর্ব
জনমে গরুকে পূজা করিয়া গুরুজীর
আশিবার্দ হেতু
পরজনমে তিনি কবি রবীন্দ্রনাথ
হইয়া ভক্ত কুলের
কাছে আসিয়াছিলেন'!"
দেবতা বটে!
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৩
195632
বেআক্কেল লিখেছেন : দেবতা হইবেন, হিন্দুরা বড় গাছ দেখিলে পুজা করে, বড় মাছ দেখিলে পুজা করে, বড় পাত্থর দেখিল ভগবানের লিংগ মনে করে। আরো কত কি?
251572
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
একপশলা বৃষ্টি লিখেছেন : হিন্দুধর্ম বিশ্বাস মতে, ঈশ্বর নানাভাবে তার শক্তির প্রকাশ ঘটান। তাই যার মাধ্যমে কোনো শক্তির প্রকাশ পায় তাকে পুঁজা করার মানে ঈশ্বরেরই পুঁজা -সেটা কোনো উঁচু শৃঙ্গ হোক কিংবা উঁচু লিঙ্গ!
০৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৫২
196035
বেআক্কেল লিখেছেন : উচা শৃঙ্গ আর উচু লিঙ্গের পূজার করিতে করিতে তাদের দেবতার সংখ্যা ৩৩ কোটি হইয়াছে! এই ডিজিটাল যুগে তেত্রিশ কোটির কুন শব্দ সংখ্যা তৈয়ার হইয়াছে??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File