আজ তাঁহার 'মহাপ্রয়ান-ডে', যিনি দুইশত বছর পরে অক্ষর দেবতা হইয়া ধরায় আবির্ভুত হইবেন।
লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৬ আগস্ট, ২০১৪, ১১:৪৯:০১ সকাল
আজ ২২শে শ্রাবণ, তাঁহার মহাপ্রয়ান দিবস। আগামী দুইশত বছর পর হিন্দুরা কহিবে, 'কলিকালের মধ্যাহ্নে কলিকাতায় লম্বা দাড়ি ওয়ালা এক দেবতার পুর্নজন্ম হইয়াছিল। পূর্ব জনমে গরুকে পূজা করিয়া গুরুজীর আশিবার্দ হেতু পরজনমে তিনি কবি রবীন্দ্রনাথ হইয়া ভক্ত কুলের কাছে আসিয়াছিলেন'! বিদ্যা দেবীর স্বরস্বতীর মত, অক্ষর দেবতা রবীন্দ্রনাথ প্রতিটি আষাঢ় মাসের অমবস্যার রাত্রিতে ধরনীতে হাজির হইয়া জগতের নিরক্ষরদের অক্ষরজ্ঞান দান করেন। অক্ষর দেবতা রবীর যথাযত পূজা করিলে জগতে তিনি বরনীয় হইবে, ভগবান তাহার প্রতি কৃপা করিবেন।
বিষয়: বিবিধ
১৩২২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জনমে গরুকে পূজা করিয়া গুরুজীর
আশিবার্দ হেতু
পরজনমে তিনি কবি রবীন্দ্রনাথ
হইয়া ভক্ত কুলের
কাছে আসিয়াছিলেন'!"
দেবতা বটে!
মন্তব্য করতে লগইন করুন