কাঁটার জঙ্গলে শুইয়া গুরুর শান্তিলাভ!

লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৫ আগস্ট, ২০১৪, ০১:২৪:০৩ দুপুর



আমাদের ব্লগার কেমানিক ওরফে কানা মানিক ওরফে কালা মানিক সর্বদা গুরুর কথা শুনিয়া পৃথিবীতে শান্তি লাভের জন্য আহবান জানান। তাঁর গুরু বিশ্ব শান্তি ফটর কম নামে একটি শান্তি প্রতিষ্ঠান খুইলা বইসাছেন। সেইখানে সবাইকে শান্তি সন্ধানে যাইতে অনুরোধ করেন। গুরু অনেক বিষয়ে বিশেষজ্ঞ কে কিভাবে শান্তি পাইবে পরামর্শ বাৎলান কেউ শান্তি না পাইলে কেন পাইলেন না তার রাস্তা বাৎলান। এই ছাড়াও রোগ, শোক, তাপ, বেথা, বেদনা, টাক, খাজুলী, একজিমা সহ যাবতীয় কর্মের পরামর্শ দিয়া থাহেন। তার কাছে অনুরোধ করিয়াছিলাম গুরুর একখানা ছবি পাঠাইতে। তার দয়ায় গতকল্য ছবিটি হস্তগত হইয়াছে।

গুরুর ছবি দেখিয়া তাজ্জব হইলাম। মন কাটার জঙ্গলে শুইয়া গুরু তপঃ করিতেছেন। এক ইঞ্চি লম্বা মন কাটার ব্যথার শুলানী কেমন, গুরুজীর চেহারা দেখিয়া বুঝা যাইতেছেনা। কেউ বলে গুরুর চামড়া গরুকে হার মানাইয়া গন্ডারের চামড়া হইয়াছে। কেউ বলেন বোতল খাইয়া এমন পর্যায়ের মাতাল হইয়াছেন, উহ আহ করিবার অনুভুতিও গুরুর নাই। আমনেরাই দেখেন গুরুর হাল হাকিকত।

কেমানিকের গুরুর কিছু উপদেশ বানী সংযু্ক্ত করিলাম:

গুরুজী বলিয়াছেন,

হলদে পায়খানাকে গোটা বানাইয়া উত্তম রূপে শুকাইয়া, ভাজা পেয়াজির মত আকার ধারণ করিলে হলুদ-মরিচের গুরা ছিটাইয়া কেচোর তেলে ভেজে খেলে বহুমুত্র রোগ সারাইয়া যাইবে।

কি কারণে বহুমূত্র রোগ সারিবে, সে বিষয়েও গুরুজী বমি উদ্রেককারী তথ্য দিয়েছেন।

ফ্রেশ গোবরকে ভাল করিয়া মন্তন করিয়া, কাঁচা হলুদের রস সমেত মুখে মাখিলে, মুখের ব্রন, মেছতা চলিয়া যাইবে। মাথায় মাখিলে মেহেদির অভাব দূর হইবে।

কি কারণে মুখের মেছতা যাবে, মেহেদী বর্ণ রং ধারন করিবে, সে বিষয়েও গুরুজী আবোর তাবোল তথ্য দিয়েছেন।

পঁচা কেচো ও তেলাপোকা পাটায় পিষিয়া, বহুদিনের পুরানা বাসি পিত্ত মাখিয়া মাথায় লাগাইলে টাক মাথায় বাল গজাইবে।

কি কারণে টাকা মাথায় বাল গজাইবে, সে বিষয়েও গুরুজী নিজের মাথায় টাক গজানোর কাহিনী জানাইয়া তথ্য দিয়েছেন।

গুরুজীর আরো বহু তথ্য তারই অন্ধ সাগরেদ কানা মানিক সাহা নিচে উল্লেখ করিয়াছেন

বিষয়: বিবিধ

৩০২১ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251160
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪০
মোহাম্মদ লোকমান লিখেছেন : এসব শয়তানের উপর আল্লাহর লানত বর্ষিত হোক।
সতর্ক করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৭
195383
বেআক্কেল লিখেছেন : না না না বেচারা কত কষ্ট কইরা কাটার উপর শুইয়া সিদ্ধি লাভ করছে, আর আপনি লানত চাইয়া তার শান্তিকে দুর্বিসহ করিয়া তুলেন, সেইটা অন্তত আমি চাই না।
251161
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:১০
আহমদ মুসা লিখেছেন : খুবই বেশ্রী ব্যাপার তো!!!
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩২
195404
বেআক্কেল লিখেছেন : আমনের কাছে বিশ্রী লাগিলেও অনেকের কাছে তা সুশ্রী
251163
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৮
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : গুরুজির কিপা নিচ্ছে আমাদের ব্লগার কেমানিক ওরফে কানা মানিক ওরফে কালা মানিকের
মা


০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৩
195405
বেআক্কেল লিখেছেন : কৃপা নিতে ও দিতে দেন
251176
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০০
ইমরান ভাই লিখেছেন :

এই দেখেন ভুয়া গুরুজী গো মুত্র হাগু পনকারিদের কান্ড Big Grin Big Grin Big Grin কানা মানিক্যারে একটু হাগু খাওয়াইয়েন। Big Grin Big Grin Thumbs Up
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৪
195406
বেআক্কেল লিখেছেন : এই কামটা যদি সাদা পাঞ্জাবী, হাতে তসবীহ মুখে সাদা দাড়ি ওয়ালা কেউ কইরত, তাইলে হেরে দরবেশ কইত আর কামটারে কইত কেরামত। হেই জন্যই তো কই চিরদিন বেআক্কেল না তাইক্যা জ্ঞানী হইতে্
251183
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৪
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : আমি বুজিলাম না বেআককেল ভাই গুজীরে এমন আপ্যায়ন করবার লাগসে কেন? ভাই কালামানিক্যা আর গুজী কি জাহাননামের কিছু রেসিপি দিসে নি আমনেরে?? জানাইলে বইরতে যাব
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৫
195407
বেআক্কেল লিখেছেন : ‌আমারে এক ব্লগার কইল, কেমানিক্যার জ্বালায় ব্লগে বসবাস কঠিন হইয়াছে, তারে যাতে হেদায়েত কইরা দিই। তাই আইলাম, হের লগে আমার কুন দুষমনি নাই।
251186
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৪
প্রেসিডেন্ট লিখেছেন : কেমানিক নামক বলদটারে দেখি ভালই বাঁশ দিছেন। জায়গামত অভিযোগ পৌছে গেছে। বলদটা ইতিমধ্যে ব্লক হয়েছে হয়তো।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৭
195408
বেআক্কেল লিখেছেন : হেরে ব্লক মারিলে আমি শিক্ষা দিমু কারে। হেরে আন ব্লক করাইয়া আমার সামনে লইয়া আসেন। যেমুন কুকুর তেমুন মগুর বানাইয়া রাখছি। হে আর হের গুরুর জন্য আমি একাই যথেষ্ট। দয়া করি তাড়াতাড়ি তারে আন ব্লক করেন। খালি মাঠের লড়াই মজা লাগেনা।
০৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৭
195410
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : বাও রে বাও, বাশ যে এককেরে তেল ছাড়া, কাটার বিছানা তো আরো ভালা আছিলো
251363
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৬:৪২
শেখের পোলা লিখেছেন : এমন গুরু কৈ পাইলেন? ইনিইকি তিনি?
০৬ আগস্ট ২০১৪ সকাল ১০:৫১
195556
বেআক্কেল লিখেছেন : হ! ইনিই সেই তিনিই। বিশ্বাস না অইলে কেমানিকেরে জিগান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File