ইদ মুবারক, ঈদ মুরাবক! ব্লগের সবাইকে মিষ্টির দাওয়াত

লিখেছেন লিখেছেন বেআক্কেল ৩০ জুলাই, ২০১৪, ১২:৪২:২৪ দুপুর



ইদের খুশীতে গদ হদ হইয়া, সবাইকে মিষ্টি খাবাইতাম চাই। আন্নেরা সকল ব্লগার মিষ্টি পাইতে হুমড়ি খাইয়া পড়েন। সকাল থেইকা সন্ধ্যা অর্থাৎ হাজিন্না পর্যন্ত মিষ্টি এক্কেবারে ফ্রি। আন্নেরা সকল ব্লগার ভাল থাকেন, আশা করছি আগের মত ব্লগের রিতীমতো কলম, তরবারী, হাসুলি লইয়া ঝাপাই পড়িবেন।

বিষয়: বিবিধ

১৫৭১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249483
৩০ জুলাই ২০১৪ দুপুর ১২:৪৪
হতভাগা লিখেছেন :


ঈদ মোবারক আপনাকেও
249501
৩০ জুলাই ২০১৪ দুপুর ০২:৫১
ইমরান ভাই লিখেছেন : মিষ্টি কি জিনিস বুঝতারমনা!!!! তয় ঈদ মুবারক
৩০ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৩
193867
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বেআক্কল কি আপনাকে আসল মিহ্স্তি দেবে ??Tongue
249517
৩০ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বেআক্কেলের আক্কল হইছে তাই মিষ্টি দিছে Tongue Tongue
ধন্যবাদ ভাইয়া ঈদ মোবারক Rose Good Luck
249662
৩১ জুলাই ২০১৪ দুপুর ০১:৪৩
ইমরান ভাই লিখেছেন : ফখরু পগলার পোস্টে আফনার কমেন্টস পড়তে পড়তে আমি হাসতে হাসতে সেশ।
ওটা মুসলিম না তার প্রমান এখানে দেখেন
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7094/imranh/45106
ঐ পাগলারে আল্লাহ হেদায়াত না করলে কারো খমতা নাই।
সরল মনা মুসলিম দেরকে ধোকা দেয়াই এর কাজ।
আমার মনেহয় বাংলাদেশে এটা একটা ইহুদির দালাল।
৩১ জুলাই ২০১৪ দুপুর ০২:১৮
194008
বেআক্কেল লিখেছেন : আমি তার সর্ম্পকে কিছু জানিনা। তবে আপনাদের মাঝে বিরোধ দেখেছি। কখনও মন্তব্য করিনি। এটা বুঝতে পেরেছি তার যথেষ্ট সময় আছে। কোন কারণে শিবিরের কোন নেতার সাথে তার বিরোধ থাকতে পারে। অধিকন্তু তার বিরোধ মেটাতে হয়ত সে অন্যান্য শিবির বা জামায়াত নেতাদের দারস্থ হয়, তারাও তার জন্য মনমত সমাধান দেয়নি। সে কারণে তাদের উপর ক্ষিপ্ত। তার পোষ্ট গুলো পড়লে এটাই বুঝা যায়। সে যতটা না ইসলাম দরদী, তার চেয়ে বেশী গুনে ওয়াবী ও জামায়াত বিরোধী। দেখা যাক তিনি কতটুকু চলেন, ব্লগে আমাকে ব্যান না মারা পর্যন্ত আঠার মত লেগে থাকার চিন্তা করেছি। যদি আল্লাহ আমাকে সময় করে দেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File