মারামারি দেইখা বুইঝা লন, আন্নে বাংলাদেশের কুন হানের মানুষ

লিখেছেন লিখেছেন বেআক্কেল ২২ জুলাই, ২০১৪, ১২:০৯:৫০ দুপুর



* * দুইজন লোক মারামারি করছে, কেউ কারো সাথে কুলিয়ে উঠতে না পেরে একজন মোবাইল ফোন বের করে বন্ধুদের আসতে বলছে, কিছুক্ষণ পর দেখা গেল সেখানে ৫০ জন লোক মারামারি করছে

(তাইলে বুঝবেন আন্নে চট্টগ্রামে আছেন)

* দুইজন লোক মারামারি করছে এবং একদল লোক জড়ো হয়ে তা দেখছে, হঠাৎ আরেকজন এসে একটি চায়ের দোকান খুলে বসলো...

(তাইলে বুঝবেন আন্নে আঙ্গো দেশ নোয়াখালীতে আছেন)

* দুইজন লোক মারামারি করছে এবং তৃতীয় আরেক জন এসে তাদের থামাতে চেষ্টা করলো। তারপর ওই দুইজন এক জোট হয়ে তৃতীয় জনকে উত্তম মধ্যম দেওয়া শুরু করলো...

(তাইলে বুঝবেন আন্নে বরিশালে আছেন)

* দুইজন লোক মারামারি করছে তৃতীয় আরেক জন এসে ঐখানে দুই জন এর মাজার খুলে বসলো ...

(তাইলে বুঝবেন আন্নে সিলেটে আছেন)

* দুইজন লোক মারামারি করছে এবং কয়েক জন এসে তর্কা-তর্কি শুরু করলো কে সঠিক আর বেঠিক...

(তাইলে বুঝবেন আন্নে খুলনায় আছেন)

* দুইজন লোক হাতে পিস্তল, রিভলভার নিয়ে একে অপরকে মারবে মারবে ভাব করছে কিন্তু কেউ আগাচ্ছে না!...

(তাইলে বুঝবেন আন্নে ঢাকায় আছেন)

দুইজন লোক মারামারি করছে এবং তৃতীয় একজন এসে তাদের দেখে চলে গেলো!!

(তাইলে বুঝবেন আন্নে বাংলাদেশের কুন জায়গার মানুষ না)

* দুইজন লোক মারামারি করছে, আর আশেপাশে মিডিয়ার লোক ক্যামেরা হাতে উঁকি জুকি দিয়ে বুঝার চেষ্টা করছে তাদের মাঝে কোন ব্যক্তি মুসলমান!

(তাইলে আন্নে বুঝবেন আন্নে এই মহাদেশে না, পাশ্চাত্যের কুন দেশে আছেন)

বিষয়: বিবিধ

১৫৩০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247091
২২ জুলাই ২০১৪ দুপুর ১২:৩৩
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : দারুন অভিজ্ঞতা .।.। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
247116
২২ জুলাই ২০১৪ দুপুর ০১:১৯
আমি মুসাফির লিখেছেন : সুন্দর বিশ্লেষণ । অন্তত বিভিন্ন জেলার মানুষদের চরিত্র জানা গেল। ধন্যবাদ।
247137
২২ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৬
কাওছার জামাল লিখেছেন : অনেক ধন্যবাদ পিলাচ
247152
২২ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৭
ইমরান ভাই লিখেছেন : Thumbs Up Give Up Bee Big Grin Day Dreaming Unlucky

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File