ব্লগে জ্ঞানী মানুষের সংখ্যা কমে গেল কেন, বুঝলাম না?
লিখেছেন লিখেছেন বেআক্কেল ৩০ এপ্রিল, ২০১৪, ১১:২১:০৮ সকাল
আমার মনে হয়, ব্লগে জ্ঞানী মানুষের প্রাদুর্ভাব দেখা দিছে! বহু দিন ধইরা কোন পোষ্ট নির্বাচিত হইতেছে না। তার মানে জ্ঞানী লোকের জ্ঞানবান কথার আকাল পড়ছে!
রাষ্টপতি চেয়ারে নাই,
দেশে শান্তি নাই,
মন্ত্রীদের ঘুম নাই,
পরিবারে সুখ নাই,
পকেটে টাকা নাই,
নদীতে পানি নাই,
পানিতে মাছ নাই,
রাস্তায় নিরাপত্তা নাই,
ঘরের মানুষের হদিশ নাই,
বিদেশে ইজ্জত নাই,
দাদাবাবুদের বিশ্বাস নাই,
কোর্টে বিচার নাই,
প্রসাসনে আস্তা নাই,
নাই নাই নাই, সর্বত্রই নাই
ব্লগে আসি একটু বাতাশ খাইবার লাই,
হেই খানেও জ্ঞানী মানুষের অভাব ভাই,
তাইলে কোথায় যাই ????!!!!!!
বিষয়: বিবিধ
১০৬৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দীর্ঘদিন যাবত পোষ্ট স্টিকি হচ্ছেন এর অর্থ এই নয় যে, এখানে জ্ঞানী লেখক নেই,
তবে আমার মনে হয়, মডারেটরা খুব টেনশনে আছে কিংবা ঘুমের মধ্যে আছে,
হেই খানেও জ্ঞানী মানুষের অভাব ভাই,
তাইলে কোথায় যাই ????!!!!!!
==================
"সংসদ ভবণে ট্রারাই করেন" ) )
==================
মন্তব্য করতে লগইন করুন