রাসুল (সা) এর ট্রাইবুনাল যেমন ছিল ।
লিখেছেন লিখেছেন বিতর্কিত মুফরাদ ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫৯:১৬ সকাল
রাসুল (সাঃ) এর ট্রাইবুনাল যেমনটি ছিল , পুর্ববর্তীরা যে কারনে ধ্বংস হয়েছে >>
এক মহিলা চুরি করল । কুরাইশদের জন্য তা সমস্যা হয়ে দাঁড়ালো । তারা মনে করলো রাসুল (সাঃ )এর প্রিয় পাত্র উসামা (রাঃ) এর মাধ্যমে সুপারিশ করলে হয়তো মহিলাকে শাস্তি থেকে বাঁচানো যাবে ।
উসামা (রাঃ) এ ব্যাপারে কথা বলার সাথে সাথে রাসুল (সাঃ) এর চেহারা রক্ত বর্ণ ধারন করলো ।
আয়েশা (রাঃ) থেকে বর্ণিত
'অতঃপর তিনি দাঁড়ালেন এবং লোকদের সম্বোধন করে বললেনঃ
"তোমাদের পূর্ববর্তীগণ এজন্যই ধ্বংস হয়েছে যে, সম্ভ্রান্ত কেউ চুরি করলে তারা ছেড়ে দিতো আর দুর্বল কেউ চুরি করলে শাস্তি দিতো ।"
"আল্লাহর শপথ ! যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করতো তাহলেও আমি তার হাত কেটে দিতাম । "
(বুখারী ও মুসলিম)
এরকমই ছিল রাসুল (সাঃ)এর ট্রাইবুনাল, এরকমই ছিল রাসুল (সাঃ) এর আদালত!!
বিষয়: বিবিধ
৮৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন